এমনই ছবি ধরা পড়ল এক পর্যটকের ক্যামেরায়। ছবি ফেসবুক থেকে নেওয়া
পাহাড়ের আবহাওয়ার সঙ্গে পরিচিত মানুষগুলি আগেই অনুমান করেছিলেন, রাতেই তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে। তত ক্ষণও অপেক্ষা করতে হল না। শুক্রবার দুপুরেই বরফের দেখা মিলল শিলিগুড়ি থেকে সামান্য দূরে,দার্জিলিং যাওয়ার পথে।
শুক্রবার সকালেই শিলিগুড়িতে শিলাবৃষ্টি হয়। বৃষ্টি হয় দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পয়েও। সোশ্যাল মিডিয়া উপচে পড়তে থাকে পর্যটকদের তোলা ছবিতে। পাহাড়বাসীরা এই অবস্থায় মনে করছিলেন, তুষারপাত অবশ্যম্ভাবী। বেলা গড়াতেই ফলল তাঁদের কথা। এ দিন দুপুর ৩টে নাাগাদ দেখা যায়, শিলিগুড়ি থেকে তিনধরিয়া হয়ে দার্জিলিং যাওয়ার পথে এক বিস্তীর্ণ অঞ্চল বরফের চাদরে ঢেকে গিয়েছে। বরফপাত হয় লাচুং, সোনাদা, কালিম্পংয়ের রিশপেও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় রাস্তার দু’ ধারে জমে থাকা পুরু বরফের চাদরের ছবি পোস্ট করেন।
বর্ষশেষে ছুটি কাটাতে বহু পর্যটকই পাহাড়মুখী। তুষারপাত তাঁদের জন্যে বাড়তি পাওনা বইকি।