শনিবার সকালে ছুটির মেজাজে ছোট-বড় সকলেই। ছবি: শাটারস্টক।
বড়দিনে সামান্য পারদ পতন। শনিবার সকাল থেকেই চিড়িয়াখানা, ইকোপার্ক, সায়েন্স সিটি-সহ কলকাতার দর্শনীয় স্থানগুলিতে ভিড় চোখে পড়ার মতো। দার্জিলিঙে বাড়ছে পর্যটকদের আনাগোনা। শীতের মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়েছেন আট থেকে আশি।
গত কয়েক দিন সমতলে কনকনে ঠান্ডার সাময়িক ‘বিরতি’ হলেও, পাহাড়ের জমজমাট শীতে খুশি পর্যটকেরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কমে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। গতকালের তুলনায় কলকাতায় সামান্য কমেছে তাপমাত্রা। রবিবার আরও কিছুটা নামতে পারে পারদ, এমনটাই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
এ দিকে দার্জিলিঙের তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি নেমেছে। সর্বনিম্ন তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং ৭ ডিগ্রি, শিলিগুড়ি ৮.৭, কোচবিহার ৮, পানাগড় ৮.৬, দিঘা ১২.৮ ডিগ্রি সেলিয়াস। রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা নিম্নমুখী।
আরও পড়ুন: পাকন পিঠে, ভাজা কারি, জিশু কীর্তনের সুর
আরও পড়ুন: তরুণ প্রজন্মকে আরও কাছে চাই, নির্বাচনের আগে ‘দুয়ারে তারকা’