ফাইল চিত্র।
আগামী এক থেকে দু’ঘণ্টার মধ্যে কলকাতা এবং সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে বৃষ্টিও হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দুর্ঘটনা এড়াতে শহরবাসীকে ঝড়ের সময়ে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা।
শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে পূর্বাভাস জারি করে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, রাতেই কলকাতায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। মৌসম ভবনের পূর্বাভাস, কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ঝড়বৃষ্টি হতে পারে।