Weather Report

Weather Report: বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, কতটা প্রভাব বাংলায়, কী বলছেন আবহবিদরা

অশনির প্রভাব কি এসে পড়বে বাংলাতেও? আবহবিদদের মতে, সরাসরি এর কোনও প্রভাবই পড়বে না রাজ্যে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। এখনও পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় অস্বস্তি বাড়বে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ২২:৩১
Share:

ফাইল ছবি।

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম অশনি। আবহাওয়া দফতর বলছে, ১৯ মার্চ নাগাদ তা সুস্পষ্ট চেহারা নেবে। তা সমুদ্রের উপর দিয়ে গিয়ে আছড়ে পড়বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তার পর তা অগ্রসর হবে বাংলাদেশ ও মায়ানমারের ভূখণ্ডের দিকে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি হয়েছে।

Advertisement

অশনি নামটি দিয়েছে শ্রীলঙ্কা। অশনির জেরে আন্দামান ও নিকোবরে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রবল বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে এই এলাকায়। রবিবার বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সোমবার তা আরও বাড়তে পারে।

অশনির প্রভাব কি এসে পড়বে বাংলাতেও? আবহবিদদের মতে, সরাসরি এর কোনও প্রভাবই পড়বে না রাজ্যে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। এখনও পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় অস্বস্তি বাড়বে।

Advertisement

গত বছর এপ্রিল মাস পর্যন্ত বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হয়নি। কিন্তু এ বার মার্চের মাঝামাঝিই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে অশনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement