Weather Report

দক্ষিণবঙ্গে দু’দিনের বিরতির পর আবার ফিরবে শীত, উত্তরের জেলাগুলিতে বাড়বে কুয়াশার দাপট

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হচ্ছে না। জাঁকিয়ে ঠান্ডা থাকবে চলতি সপ্তাহেও। তবে জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, দুই দিনাজপুরের মতো জেলাগুলিতে থাকবে ঘন কুয়াশা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ১৬:২০
Share:

দক্ষিণবঙ্গে দু’দিনের বিরতির পর আবার ফিরবে শীত। ফাইল চিত্র।

কনকনে ঠান্ডা থেকে সাময়িক মুক্তি পেতে পারেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২-৩ দিন রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে রবিবারের পরে আবার পারদপতন হওয়ার সম্ভাবনার কথাও শুনিয়েছে হাওয়া অফিস।

Advertisement

উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য তাপমাত্রার বিশেষ হেরফের হচ্ছে না। জাঁকিয়ে ঠান্ডা থাকবে চলতি সপ্তাহেও। তবে জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে থাকবে ঘন কুয়াশা। এর ফলে সকালের দিকে দৃশ্যমানতা কম থাকতে পারে। এ বিষয়ে পথচারী এবং গাড়িচালকদের সতর্ক করেছে আবহাওয়া দফতর।

Advertisement

দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তর ভারতে পশ্চিমি ঝঞ্ঝা সেখানে প্রভাব ফেললেও এ রাজ্যে এর কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে এই দুই তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement