Weather Report

Weather: বুধবারও হতে পারে বৃষ্টি, দুই ২৪ পরগনা-সহ রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা

সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১০:৫৬
Share:

ফাইল চিত্র।

জল-যন্ত্রণার মধ্যেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বুধবার তারা জানিয়েছে, দুই ২৪ পরগনা-সহ হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে। এর প্রভাবেই বুধবার রাজ্য জুড়ে ফের বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই নিম্নচাপের বৃষ্টিতে জল জমে সমস্যায় পড়েছিলেন দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দারা। সেই জল-যন্ত্রণা এখনও পুরোপুরি কাটেনি। এরই মধ্যে ফের বৃষ্টির সম্ভাবনা উদ্বেগ বাড়িয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement