Weather Forecast

মকর সংক্রান্তির পরেই বাড়ছে তাপমাত্রা, দাপট কমছে শীতের

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ১২:০৭
Share:

ক্রমেই বাড়ছে তাপমাত্রা। শীত কি তবে শেষ?

মকর সংক্রান্তি শেষ হতে না হতেই দুঃসংবাদ। একটু একটু করে চড়ছে পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন এই পরিস্থিতিই থাকবে। ক্রমে দাপট কমবে শীতের। ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। উধাও হবে উত্তুরে হাওয়া।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

বুধবারই সাগরমেলায় পুণ্যতিথিতে স্নান সেরেছেন কয়েক লক্ষ পুণ্যার্থী। মকর সংক্রান্তির দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এ দিন পারদ চড়তেই শুরু আলোচনা, তবে কি শীতকে বিদায় জানানোর সময় এসে গেল? আগেভাগেই কি বিদায় নিচ্ছে শীত?

Advertisement

আবহবিদরা অবশ্য বলছেন, পৌষের শেষে যে শীত জাঁকিয়ে পড়বেই তা নাও হতে পারে। অন্তত শেষ কয়েক বছরের তথ্য সে কথাই বলছে। বাধা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। এ বারও সেটাই হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কাশ্মীরের উপরে একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। তার ফলে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement