Bengal Weather Update

চৈত্রেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে, সম্ভাবনা নেই বৃষ্টির

রোজই একটু একটু করে বৃদ্ধি পেতে পারে কলকাতার তাপমাত্রা। অস্বস্তি বৃদ্ধি পেতে পারে শহরে। চৈত্রেই তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ১২:৪০
Share:

হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় দিনের তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। — ফাইল ছবি।

কালবৈশাখী যে স্বস্তি দিয়েছিল, তা এখন অতীত। ধীরে ধীরে কলকাতা-সহ গোটা রাজ্যেই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় দিনের তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তার পর তা ছাড়িয়েও যেতে পারে। অস্বস্তি বৃদ্ধি পেতে পারে শহরে। চৈত্রেই তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে।

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস, রোজই একটু একটু করে বৃদ্ধি পেতে পারে কলকাতার তাপমাত্রা। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে। শুক্রবার কলকাতায় দিনের তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাতের তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শহরে ছিটেফোঁটা বৃষ্টি হয়নি। শুক্রবার শহরে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৮৯ শতাংশ। আর সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ২৫ শতাংশ।

পূর্বাভাস বলছে, শনিবার কলকাতার তাপমাত্রা আরও একটু বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে হতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকতে পারে। আগামী রবি এবং সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। আগামী মঙ্গলবার, ১১ এপ্রিল কলকাতায় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। রাতের তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ধারেকাছে। তবে আকাশ থাকবে পরিষ্কার। আগামী বুধবার, ১২ এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। চৈত্রে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে বৈশাখে কী হতে পারে, সে কথা ভেবেই চাপে রাজ্যবাসী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement