ফাইল চিত্র।
বসন্তেও পিছু ছাড়ছে না বৃষ্টি। সোমবার থেকে আগামী তিন দিন কলকাতা-সহ রাজ্যের অন্যান্য অংশে বৃষ্টির পূর্বাভাস দিস হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে।
কলকাতা, দুই ২৪ পরগনার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস আছে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। বৃষ্টি হবে দার্জিলিং এবং পাহাড়ের অন্য অংশেও।
বিহার ও ঝাড়খণ্ডের উপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তার জেরেই এই বৃষ্টিপাত। পুবালি এবং পশ্চিমী বাতাসের সংঘাতে আরও শক্তিশালী হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে ঢুকছে জোলো বাতাস। এই দু’টি ঘটনার প্রভাবে আগামী তিনদিন পাহাড় থেকে সমতলে চলবে বৃষ্টি। মেঘলা থাকবে আকাশ।
আরও পড়ুন: বাংলা থেকে বিদায় নিল শীত, আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা
সোমবার ভোর থেকেই কলকাতা ও রাজ্যের বিভিন্ন অংশে ঝিরঝিরে বৃষ্টি চলছে। মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। গত চব্বিশ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। সর্বনিম্ন ৩৪ শতাংশ।
আরও পড়ুন: অবহেলায় পড়ে অক্ষয়কুমার দত্তের বাড়ি
গত সপ্তাহেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্য থেকে শীত বিদায় নিয়েছে। নতুন করে আর ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। রাজ্যের সর্বত্রই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টির প্রভাবে আগামী তিন দিন সাময়িক ভাবে কমবে তাপমাত্রা।