প্রতীকী ছবি।
ফের রাজ্যে হাওয়াবদল। শনিবার রাতে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টা এই অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের আধিকারিকেরা এ দিন জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ডের উপর ঘূর্ণাবর্তের ফলে এই বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইছে।
শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনায় কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে থাকে। আগামী এক ঘণ্টায় আবহাওয়ার পরিস্থিতি এমনই থাকতে পারে বলে হাওয়া অফিসের আধিকারিকেরা জানিয়েছেন।
আরও পড়ুন: রাজ্যে চতুর্থ করোনা আক্রান্তের হদিশ মিলল
আরও পড়ুন: এক নজরে: করোনা রুখতে নতুন যা যা ব্যবস্থা নেওয়া হল রাজ্যে