বৃষ্টির সাজে কলকাতার আকাশ।
কখনও মেঘলা, আবার কখনও রোদ। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘ-রোদ্দুরের খেলা চলছে কলকাতার আকাশ জুড়ে। যদিও এ দিন দুপুরের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি হবে। আগামী কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতেও।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে কলকাতা ছাড়াও, পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হবে। ভাদ্র মাসের দ্বিতীয় সপ্তাহে গত কয়েক দিনের বৃষ্টিতে তেমন পচা গরম নেই। তার উপরে ফের নিম্নচাপ। ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরের উপরে। তার জেরে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হবে।”
আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, নিম্নচাপ শক্তিশালী হলে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হতে পারে।