পুজোর চারদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।। —ফাইল চিত্র।
সপ্তমীর সকালেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল শহর কলকাতায়। বৃষ্টি যদিও দীর্ঘ ক্ষণ স্থায়ী হয়নি, তবে দিন ভর আকাশের মুখ ভার থাকতে পারে। যদিও একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এ দিন সকালে পরিবেশ রোদ ঝলমলেই ছিল। কিন্তু বেলা সাড়ে ৯টা নাগাদ আচমকাই আকাশ কালো হয়ে আসে। বৃষ্টি শুরু হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। তবে মাত্র ২০-২৫ মিনিটই স্থায়ী হয় বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকাতেই শারদ উৎসব চলাকালীন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মাঝেমধ্যেই বৃষ্টি হতে পারে। এমনকি দফায় দফায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে একনাগাড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন: আগামী বছরে মহালয়ার ৩৬ দিনের মাথায় মহাসপ্তমী!
আরও পড়ুন: ১২ ঘণ্টার বন্ধে স্তব্ধ পাহাড়
তবে বৃষ্টি হলেও, তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলে জানা গিয়েছে।