Goa Assembly Election 2022

মাত্র কয়েক দিনের মধ্যে আমরা গোয়ার মানুষের কাছে পৌঁছতে পেরেছি, লড়াই চলবে: অভিষেক

তিনি বলেন, ‘‘মাত্র কিছু দিনের মধ্যেই আমরা গোয়ার মানুষের কাছে পৌঁছতে পেরেছি। সকলের কাছে হয়ত পৌঁছতে পারিনি। তবে ছয় শতাংশ ভোট পেয়েছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০২২ ১১:১৯
Share:

গোয়ায় লড়াই চলবে, জানাচ্ছেন অভিষেক।

বিধানসভা নির্বাচনে গোয়ায় তৃণমূল একটিও আসন না পেলেও দল যে লড়াইয়ের ময়দান ছেড়ে দেবে না তা জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গভীর রাতে গোয়া থেকে ফিরে দমদম বিমানবন্দরে এমনটাই জানালেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। এই নির্বাচনে কেবলমাত্র গোয়ার ভোটে অংশ নিয়েছিল বাংলার শাসকদল। বিধানসভা নির্বাচনে গোমন্তক পার্টির সঙ্গে জোট গড়েও খাতা খুলতে পারেনি জোড়াফুল শিবির। তবে তাতে বিন্দুমাত্র বিচলিত হতে নারাজ অভিষেক। তিনি বলেন, ‘‘মাত্র কিছু দিনের মধ্যেই আমরা গোয়ার মানুষের কাছে পৌঁছতে পেরেছি। সকলের কাছে হয়তো পৌঁছতে পারিনি। তবে ছয় শতাংশ ভোট পেয়েছি। আমাদের প্রতিনিধিরা মানুষের জন্য কাজ করবেন। চারটি আসনে অত্যন্ত কম ব্যবধানে হেরেছি। এমন কয়েকটি বিধানসভা রয়েছে যেখানে তৃণমূল তিন মাসের মধ্যে ৩০ শতাংশ ভোট পেয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘গোয়ার মানুষের কাছে আমরা বদ্ধপরিকর। যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা করে দেখাব। আমরা গোয়ায় থাকব এবং ময়দানে লড়াই করব মানুষের স্বার্থে। ফলাফল পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘এই অল্প সময়ের মধ্যে গোয়ার মানুষ আমাদের গ্রহণ করেছেন। এর জন্য তাঁদের আমরা ধন্যবাদ জানাই। যে আশা নিয়ে আমরা লড়াই করেছিলাম সে আশা হয়তো পূরণ হয়নি। কিন্তু চারটি আসনে আমরা খুব কম ব্যবধানে হেরেছি। ১০০০-১২০০ ভোটের ব্যবধানে। নাভেলিম আসনে আমরা মাত্র ২৫০ ভোটে হেরেছি। বেলিম আসনেও আমরা কম ব্যবধানে হেরেছি। তবে এমন কিছু আসন রয়েছে যেখানে আমরা ৩০ শতাংশ ভোট পেয়েছি।’’ তিনি আরও বলেন, ‘‘বিজেপি কিন্তু তিন-চার মাসের মধ্যে কোনও রাজ্যে গিয়ে পাঁচ-ছয় শতাংশ ভোট পায়নি। এমনকি একটি বিধানসভা থেকে ৩০ শতাংশ ভোটও পায়নি। তাই আমাদের কাছে একটা বড় বিষয়। দলের যে স্তরে বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার সেই বিষয়ে আলোচনা হবে।’’

Advertisement

উল্লেখ্য, গত বছর মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন হয়ে গেলে জুন মাসে অভিষেককে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছিল। সম্প্রতি তৃণমূলের সব কমিটি ভেঙে আবারও নতুন করে কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতেও সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে অভিষেককে। গত বছরের জুন মাস থেকে নতুন দায়িত্ব পাওয়ার পর ভিন্ রাজ্যের দলীয় সংগঠন বাড়ানোর কাজে হাত দিয়েছিলেন তিনি। সেই পর্যায়ে ত্রিপুরার মতো রাজ্যে সংগঠন বাড়িয়ে পুরভোটে লড়াই করেছে তৃণমূল। এ বার বিধানসভা নির্বাচনে গোয়ায় অংশ নিয়েছিল তারা। একটি আসন না জিততে পারলেও গড়ে ছয় শতাংশের বেশি ভোট পেয়েছে দল। সেই ভোটের উপর নির্ভর করেই আগামী দিনে গোয়ায় ভাল কিছু করার আশায় অভিষেক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement