WBJEE 2020

জয়েন্ট এন্ট্র্যান্স ২০২০ পরীক্ষার কাউন্সেলিং নিয়ে ওয়েবিনার এবিপি এডুকেশনে

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্র্যান্স ২০২০ পরীক্ষার অনলাইন কাউন্সেলিং-এর অপেক্ষায়? জরুরি পরামর্শ নিয়ে হাজির বিশেষজ্ঞেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ১৭:০৬
Share:

ই-কাউন্সেলিং নিয়ে তোমার যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে ওয়েবিনারের বিশিষ্ট বক্তাদের কাছে। গ্রাফিক- দেবজ্যোতি মুখোপাধ্যায়

এ বছরের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্র্যান্স (ডব্লিউবিজেইই ২০২০) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত ৭ অগস্ট। সাম্প্রতিক পরিস্থিতির কথা পাল্টে গিয়েছে পরবর্তী ধাপে কাউন্সেলিং-এর প্রক্রিয়াও। এ বছর জয়েন্টের কাউন্সেলিং হবে পুরোপুরি অনলাইনে। সেই অনলাইন কাউন্সেলিং-এর অপেক্ষায় থাকা পরীক্ষার্থীদের জন্য এখন তাই সবচেয়ে জরুরি হল বিশেষজ্ঞদের পরামর্শ।

Advertisement

ঠিক সেখানেই মুশকিল আসান হবে এবিপি এডুকেশনের ওয়েবিনার। জয়েন্টের ইন-কাউন্সেলিং নিয়ে যাবতীয় তথ্য এবং এই সংক্রান্ত সব প্রশ্নের উত্তর দিতে তাতে থাকছেন বিশিষ্ট বক্তারা। এবিপি এডুবেশন আয়োজিত নিখরচার ওয়েবিনার সিরিজ ক্যাম্পাসটুকেরিয়ার ২০২০-র এই ওয়েবিনারটিতে অংশ নিতে রেজিস্টার করো এখানে

বিষয়ঃ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্র্যান্স এগজামিনেশন (ডব্লিউবিজেইই) ই-কাউন্সেলিং

Advertisement

কখনঃ অগস্ট বিকেল ৫টা।

বক্তা যাঁরাঃ

১) ডঃ দিব্যেন্দু কর, রেজিস্ট্রার, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্র্যান্স এগজামিনেশনস বোর্ড

২) বিদ্যুৎ মজুমদার, জিএম-বিজনেস ডেভেলপমেন্ট, জেআইএস গ্রুপ

৩) সন্দীপকুমার বন্দ্যোপাধ্যায়, এডুকেশন কাউন্সেলিং বিশেষজ্ঞ, গ্রুপ প্রেসিডেন্ট- ইসি অ্যান্ড সি, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়

৪) সোমা চট্টোপাধ্যায় ঘোষ, কম্পিউটার সায়েন্সের অধ্যাপিকা, অ্যাডমিশন কোঅর্ডিনেটর, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ

৫) অধ্যাপক অম্লান চক্রবর্তী, ডিরেক্টর, স্কুল অফ ইনফরমেশন টেকনোলজি, কলকাতা বিশ্ববিদ্যালয়

৬) অধ্যাপক অমিতাভ গুপ্ত, ডিরেক্টর, স্কুল অব নিউক্লিয়ার স্টাডিস এন্ড অ্যাপ্লিকেশনস (SNSA), যাদবপুর বিশ্ববিদ্যালয়

উপস্থিতির শংসাপত্রঃ সম্পূর্ণ ওয়েবিনারটিতে উপস্থিতির ভিত্তিতে মিলবে এবিপি এডুকেশনের শংসাপত্র। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্র্যান্স এগজামিনেশন (ডব্লিউবিজেইই) ই-কাউন্সেলিং ওয়েবিনারে রেজিস্টার করো এখানে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement