—প্রতীকী ছবি।
এ বার মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসেছে প্রায় ১৫ দিন। সব স্কুলে শেষ হয়েছে টেস্টও। বাজারে বেসরকারি উদ্যোগে টেস্ট পেপার প্রকাশিত হয়ে গেলেও মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার এখনও স্কুলে পৌঁছল না। শিক্ষকেরা জানাচ্ছেন, মধ্যশিক্ষা পর্ষদের এই টেস্ট পেপার পড়ুয়ারা বিনামূল্যে পায়। গ্রামের পরীক্ষার্থীরা এই টেস্ট পেপারের জন্য অপেক্ষা করে আছে।
শিক্ষকদের দাবি, এখন কিছুটা বাধ্য হয়েই বাজারে আসা বেসরকারি টেস্ট পেপার দাম দিয়ে কিনছে পড়ুয়ারা। পূর্ব মেদিনীপুরের একটি স্কুলের সহ-শিক্ষক শম্ভু মান্না বলেন, ‘‘এ বার ২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু। এখনও যদি মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার প্রকাশ না করে, তা হলে কবে পরীক্ষার্থীরা টেস্ট পেপার দেখে অনুশীলন করবে? গ্রামাঞ্চলে সবাই বেসরকারি উদ্যোগে প্রকাশ করা টেস্ট পেপার কিনতে পারে না।’’
পর্ষদের এক কর্তা জানাচ্ছেন, টেস্ট পেপার তৈরির কাজ শেষের দিকে। খুব শীঘ্রই প্রকাশিত হবে। এত দিনে টেস্ট পেপার প্রকাশ হয়ে যেত। পর্ষদের পাল্টা অভিযোগ, স্কুলগুলোকে যে ভাবে টেস্টের প্রশ্ন মেল করে পাঠাতে বলা হয়েছিল, সবাই সেই নিয়ম মানেনি। কোনও কোনও স্কুল প্রশ্নের ছবি কোনওরকমে তুলে মেল করে পাঠিয়ে দিয়েছে। অস্পষ্ট সেই ছবি থেকে প্রশ্ন সবসময় পড়া যাচ্ছে না। আবার তাদের প্রশ্ন পাঠাতে বলা হচ্ছে। যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন মেল করতে বলা হয়েছিল, অনেক স্কুলই সেই সময়ের মধ্যে প্রশ্ন মেল করেনি।
পর্ষদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বেসরকারি উদ্যোগে তৈরি টেস্ট পেপারকে বাজারে ‘জায়গা’ করে দিতেই কি সময়মতো স্কুলের টেস্টের প্রশ্ন পর্ষদে পাঠাতে যত্নবান হচ্ছেন না স্কুল শিক্ষকেরা? স্কুল শিক্ষকেরা সেই অভিযোগ খারিজ করে জানিয়েছেন, এখনও টেস্ট পেপার প্রকাশ না হওয়ায় মধ্যশিক্ষা পর্ষদ অজুহাত খুঁজছে।