— প্রতীকী চিত্র।
রাজ্যের বিভিন্ন আদালতে তদন্ত প্রক্রিয়ার নিয়ম না মানার জন্য বার বার সমালোচনার মুখে পড়তে হচ্ছে পুলিশকে। অভিযোগ, একাধিক বার দেখা গিয়েছে যে, কোর্টে রাজ্যের হয়ে পুলিশের জমা দেওয়া বিভিন্ন নথিতে একাধিক ফাঁক থেকে যাচ্ছে। যা নিয়ে কোর্টে কার্যত তিরস্কারের মুখে পড়তে হচ্ছে পুলিশকে।
নিচুতলার ওই আইনি ভুল ঠেকাতে এ বার মহকুমা স্তরে থানাগুলিকে সাহায্য করার জন্য স্থানীয় স্তরে আইনজীবীদের প্যানেল তৈরি করতে চাইছে রাজ্য পুলিশ। পদের নাম দেওয়া হয়েছে ‘সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট’। যাঁদের কাজ হবে পুলিশকে তদন্তে বিভিন্ন নথি তৈরিতে সাহায্য করা। এরই পাশাপাশি আদালতে পুলিশ যাতে বিপাকে না পড়ে, তার জন্যও সমস্ত রকমের সাহায্য করা।
রাজ্য পুলিশের এক কর্তা জানান, ওই পদে নিয়োগের জন্য ভবানীভবনের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল নবান্নে। তা মঞ্জুর করে স্বরাষ্ট্র দফতর। খুব শীঘ্রই ওই নিয়োগ শুরু হবে। এর আগে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট অথবা রাজ্যের যে কোনও নিম্ন আদালতে নিজেদের পছন্দসই আইনজীবী নিয়োগ করার ছাড়পত্র পেয়েছিল পুলিশ। রাজ্য পুলিশের ডিজি, সিআইডির এডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার ছাড়াও জেলার এসপি এবং কমিশনারেটকে মামলার প্রয়োজন অনুযায়ী আইনজীবী নিয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল। যার ফলে সরকারি প্যানেলে নাম না থাকলেও ওই অনুমতির জেরে বাইরে থেকে কৌঁসুলি নিয়োগ করা শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে ৯৯ জনকে নিয়োগ করা হবে। জেলা পুলিশ সুপার কিংবা কমিশনারেটের সিপিরা ওই নিয়োগ করতে পারবেন। তবে ওই কনসালট্যান্টরা কোনও মামলা লড়বেন না। তাঁরা তদন্তে সাহায্য করবেন, আদালতে জমা দেওয়া নথিতে কোনও ভুল রয়েছে কি না সেটিও দেখবেন।