Kolkata Metro

বেলগাছিয়া স্টেশনে যান্ত্রিক ত্রুটি! আধ ঘণ্টা পরে ফের মেট্রোর চাকা গড়াল ডাউন লাইনে, ভোগান্তি যাত্রীদের

বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ কলকাতা মেট্রোর ব্লু লাইনে বেলগাছিয়া স্টেশনের কাছে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। তার পর ডাউন লাইনে মেট্রো পরিষেবা আংশিক ভাবে বন্ধ হয়ে গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৯:১৪
Share:

ডাউন লাইনে আংশিক ভাবে বন্ধ মেট্রো পরিষেবা। ভিড় দমদম স্টেশনে। বৃহস্পতিবার সকালে। —নিজস্ব চিত্র।

আধ ঘণ্টা পরে মেট্রো পরিষেবা স্বাভাবিক হল ব্লু লাইনে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বেলগাছিয়া স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে ডাউন লাইনে মেট্রো পরিষেবা আংশিক ভাবে বন্ধ হয়ে যায়। ফলে ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।

Advertisement

দমদম কিংবা দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় ওঠা বহু যাত্রীকে নেমে যেতে বলা হয়। মাঝপথেই থমকে যায় মেট্রো। দমদম স্টেশনে বহু যাত্রী অত্যধিক ভিড়ের কারণে মেট্রোতেই উঠতে পারেননি।

তবে গিরীশ পার্ক থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা মোটের উপর স্বাভাবিক ছিল। মেট্রো সূত্রে জানা যায়, যান্ত্রিক গোলযোগ দ্রুত ঠিক করা হয়। তার পর সকাল সাড়ে ৯টায় ফের ডাউন লাইনে মেট্রোর চাকা গড়াতে থাকে। তবে ট্রেনে ঠাসা ভিড় থাকায় এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অনেক যাত্রীই উঠতে পারছেন না। কবি সুভাষের দিকে যাওয়া বেশ কয়েকটি মেট্রো ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement