—প্রতিনিধিত্বমূলক ছবি।
ছটের সময়ে গুজব ছড়ানো ঠেকাতে পুলিশকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিল রাজ্য সরকার। শনিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং মুখ্যসচিব মনোজ পন্থ বৈঠক করেন জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে। সূত্রের দাবি, সেখানেই ছটের সাধারণ ব্যবস্থাপনার পাশাপাশি গোলমালের আশঙ্কা ঠেকাতে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনগুলিকে।
সূত্রের দাবি, ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় গুজব ছড়িয়ে গোলমাল পাকানোর চেষ্টা হয়েছে বলে তথ্য সামনে এসেছে। ছটের সময়ে যাতে তেমন সমস্যা তৈরি না হয়, তাই আগে থেকে প্রস্তুত থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনগুলিকে। পুলিশ এবং পুলিশের গোয়েন্দা বিভাগকেও এ ব্যাপারে চোখ-কান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
আগামী ৬ নভেম্বর রাত থেকে ৭ তারিখ ভোর পর্যন্ত ছট পুজো হবে। নবান্ন জানিয়েছে, পুর ও নগরোন্নয়ন দফতর গোটা ব্যবস্থাপনার উপর নজর রাখবে। সূত্রের দাবি, প্রত্যেক জেলা প্রশাসনকে বলা হয়েছে, ঘাটগুলি পরিচ্ছন্ন রাখতে হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছাড়াও ভিড় নিয়ন্ত্রণের দিকে আলাদা ভাবে খেয়াল রাখতে হবে জেলা-কর্তাদের। হুড়োহুড়ি করার পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে দিকে সতর্ক থেকে পরিকাঠামো তৈরি করতে হবে। ব্যারিকেড করে ভিড় সামাল দেওয়া, প্রত্যেক ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা এবং নজরদারির ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে নবান্ন। এ নিয়ে পুর ও নগরোন্নয়ন দফতর থেকে পৃথক ভাবে লিখিত করণীয় স্থির করে দেওয়া হতে পারে শীঘ্রই।