Jyotipriya Mallick

মন্ত্রী জ্যোতিপ্রিয়ের গাড়িতে ধাক্কা ১০ চাকার ট্রাকের! কোনওমতে রক্ষা বড় দুর্ঘটনা থেকে

ট্রাকের গতি কম থাকায় গাড়িতে আঘাত লাগলেও মন্ত্রীর কোনও শারীরিক ক্ষতি হয়নি। তবে আচমকা দুর্ঘটনায় হতচকিত হয়ে যান মন্ত্রী নিজেও। কিছু ক্ষণ পরে ওই গাড়িতেই তিনি সল্ট লেকের উদ্দেশে রওনা হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ২২:৪৮
Share:

দুর্ঘটনার কবলে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ি। ফাইল চিত্র।

হাবড়া থেকে সল্টলেকের বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়লেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার সন্ধ্যায় দেগঙ্গা এবং নুরনগরের মাঝামাঝি এলাকায় টাকি রোডে ওঠার ঠিক আগেই মন্ত্রীর গাড়িতে একটি সব্জি-বোঝাই ১০ চাকার ট্রাক ধাক্কা মারে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ট্রাকের গতি কম থাকায় গাড়িতে আঘাত লাগলেও মন্ত্রীর কোনও শারীরিক ক্ষতি হয়নি। তবে আচমকা দুর্ঘটনায় হতচকিত হয়ে যান মন্ত্রী নিজেও। কিছু ক্ষণ পরে ওই গাড়িতেই তিনি সল্ট লেকের উদ্দেশে রওনা হন।

পুলিশ সূত্রের খবর ট্রাকটি হঠাৎ ব্রেক ফেল করার ফলেই এই দুর্ঘটনা। ঘটনার পর দেগঙ্গা থানার পুলিশ ট্রাক এবং তার চালককে আটক করলেও পরে ছেড়ে দেয়। আনন্দবাজার অনলাইনকে মন্ত্রী বলেন, ‘‘হঠাৎ দুর্ঘটনা ঘটে গিয়েছিল। তবে আমার কোনও আঘাত লাগেনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement