ঘটনার পর। বোলপুরে। শনিবারের নিজস্ব চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোলপুর সফরের আগেই তৃণমূলের ফেস্টুন, পতাকা খুলে সেগুলি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। যদিও বিজেপি-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। শনিবারই বোলপুরে যান মুখ্যমন্ত্রী।
তৃণমূলের অভিযোগ, তার আগেই শান্তিনিকেতন থানা এলাকার সুভাষপল্লিতে শুক্রবার রাতের অন্ধকারে তৃণমূলের কার্যালয়ের কাছে সব পতাকা, ফেস্টুন খুলে ফেলে দেন বিজেপি কর্মী, সমর্থকরা। সেগুলি পরে পুড়িয়েও দেওয়া হয়। স্থানীয় এক তৃণমূল কর্মীর বক্তব্য, ‘‘শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বলেই এলাকায় অশান্তি সৃষ্টি করতে বিজেপি-র কর্মীরা শুক্রবার রাতের অন্ধকারে এই সব ঘটনা ঘটিয়েছে। আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল।’’
বিজেপি-র তরফে অবশ্য সব অভিযোগই উড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় এক বিজেপি কর্মীর বক্তব্য, ‘‘আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। তৃণমূলের লোকজনই দলের পতাকা, ফেস্টুন খুলে পুড়িয়ে দিচ্ছে। ক্ষমতায় আর থাকবে না বুঝে গিয়েছে। তাই এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।’’