Protest

নারী নিগ্রহের প্রতিবাদের ডাক

গণ-ধর্যণ ও অত্যাচারের জেরে নির্ভয়ার মৃত্যুর পরে প্রতিবাদে উত্তাল হয়েছিল দেশের রাজধানী, আঁচ পড়েছিল অন্যান্য শহরেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ০৮:২৭
Share:

‘নির্ভয়া’ বা ‘দামিনী’র মৃত্যু দিনে নারী নিগ্রহ-বিরোধী সভা। শিয়ালদহে। —নিজস্ব চিত্র।

দিল্লির নির্ভয়ার মৃত্যু দিনে সর্বত্র নারী নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদে এগিয়ে আসার আওয়াজ উঠল কলকাতায়। দিল্লিতে নির্ভয়া-কাণ্ড ঘটেছিল ১১ বছর আগে। গণ-ধর্যণ ও অত্যাচারের জেরে নির্ভয়ার মৃত্যুর পরে প্রতিবাদে উত্তাল হয়েছিল দেশের রাজধানী, আঁচ পড়েছিল অন্যান্য শহরেও। সেই ঘটনাকে স্মরণে রেখে শুক্রবার শিয়ালদহের কোলে মার্কেটে প্রতিবাদ-সভার ডাক দিয়েছিল ‘নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি’। তারা অবশ্য দিল্লির ওই ছাত্রীকে ‘দামিনী’ নামে স্মরণ করেছে। সভায় ছিলেন জাতীয় হ্যান্ডবল ও ভলিবল কোচ অনিতা রায়, প্রাক্তন অধ্যাপক অনিল বিশ্বাস, তরুণকান্তি নস্কর, দুর্গাপ্রসাদ চক্রবর্তী, অশোক সামন্ত, নূপুর বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বিভিন্ন জায়গায় ঘটে চলা নারী নিগ্রহের প্রতিবাদে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement