Visva-Bharati

Visva-Bharati: বিশ্বভারতীর পদ্যার্থবিদ্যার ঘর সিল করেছেন কর্তৃপক্ষ, অভিযোগ অধ্যাপকের

বিশ্বভারতীর কর্তৃপক্ষ আগেই অরণিকে সাসপেন্ড করেছেন। অরণির অভিযোগ, বুধবার বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে তাঁর পদার্থবিদ্যার ঘরটি সিল করে দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ২২:৪৭
Share:

—ফাইল চিত্র।

বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে পদার্থবিদ্যার এক অধ্যাপকের ঘর সিল করে দেওয়ার অভিযোগ উঠল। বুধবার এই অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার সাসপেন্ডেড অধ্যাপক অরণি চক্রবর্তী। এই মর্মে বীরভূম জেলা প্রশাসনের পাশাপাশি বিশ্বভারতীর সমস্ত উচ্চপদস্থ আধিকারিককে এই ইমেলও করেছেন তিনি।

Advertisement

বিশ্বভারতীর কর্তৃপক্ষ আগেই অরণিকে সাসপেন্ড করেছেন। অরণির অভিযোগ, বুধবার বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে তাঁর পদার্থবিদ্যার ঘরটি সিল করে দেওয়া হয়েছে। তাঁর দাবি, এই প্রথম বার নয়, এর আগেও তাঁর ঘরটি সিল করে দিয়েছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিজের অভিযোগপত্রে অরণির আরও দাবি, তাঁর বসার স্থানটি বিভাগীয় ওয়ার্কশপের এককোণে হওয়ায় গোটা ওয়ার্কশপটিকেই বন্ধ করে দিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এর জেরে ওয়ার্কশপের প্রায় ৩৪ লক্ষ টাকার প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নিজের অভিযোগপত্রের সঙ্গে একটি চিঠিতে যন্ত্রপাতির নাম ও তার আনুমানিক দামও উল্লেখ করেছেন অরণি। পাশাপাশি, ঘরটি বন্ধ করে দেওয়ায় পড়ুয়ারাও ওই ওয়ার্কশপে কাজ করতে পারছেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement