Visva Bharati

আজ অবস্থান, পাল্টা অবস্থান শান্তিনিকেতনে

শান্তিনিকেতন হস্তশিল্প উন্নয়ন সমিতির সম্পাদক আমিনুল হুদা বলেন, ‘‘আমরা অনেকেই সিকিওরিটি মানি ফেরত পাইনি। আমরা প্ল্যাকার্ড হাতে উপাচার্যের কাছে টাকা ফেরতের দাবি জানাব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ০৪:২৩
Share:

প্রতীকী ছবি।

আজ, শনিবার দুই অবস্থান দেখবে শান্তিনিকেতন। রাজ্য সরকারের যে রাস্তা বিশ্বভারতীর হাত থেকে ফিরিয়ে নিয়েছে, সেই রাস্তা বিশ্বভারতীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে শনিবার সকাল ৯-১০টা পর্যন্ত উপাচার্য ও অন্য আধিকারিকেরা অবস্থান করবেন ছাতিমতলায়। ঠিক তখনই পৌষমেলার সিকিওরিটি মানি ফেরতের দাবিতে উপাসনা মন্দিরের সামনে অবস্থানে বসতে চলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। শান্তিনিকেতন হস্তশিল্প উন্নয়ন সমিতির সম্পাদক আমিনুল হুদা বলেন, ‘‘আমরা অনেকেই সিকিওরিটি মানি ফেরত পাইনি। আমরা প্ল্যাকার্ড হাতে উপাচার্যের কাছে টাকা ফেরতের দাবি জানাব।’’

Advertisement

এই অবস্থানে প্রায় ১৫০ জন ব্যবসায়ী উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন তিনি। এর আগে ২০১৯ সালেও ব্যবসায়ী এবং উপাচার্যের অনশন ও পাল্টা অনশন দেখেছিল শান্তিনিকেতন। সে বার জবরদখল হয়ে যাওয়া জায়গা ফেরতের দাবিতে শান্তিনিকেতন রোডে কবিগুরু হস্তশিল্প মার্কেটের
সামনে ১২ ঘণ্টার অনশনে বসেছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। পাল্টা উচ্ছেদের সিদ্ধান্তের বিরোধিতা করে সমস্ত দোকান বন্ধ রেখে অনশনে বসেন আমিনুলেরা। সেই ছবিই যেন একটু অন্য ভাবে ফিরে আসতে চলেছে আজ, শনিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement