West Medinipur

শালবনির নোনাশোল দাপাচ্ছে হাতির বড়সড় পাল, ক্ষতি হচ্ছে ফসলের! দেখুন ভিডিয়ো

গত এক সপ্তাহ ধরে এই সমস্যায় জেরবার পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকার ভাদুতলা রেঞ্জের বিভিন্ন এলাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শালবনি শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ১৫:২৬
Share:

হাতির পাল দাপিয়ে বেড়াচ্ছে ফসলের খেত। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গল ছেড়ে চাষের জমিতে দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। তাদের তাণ্ডবে ক্ষতি হচ্ছে ফসলের। বন দফতরও হাতির পালকে জঙ্গলে ফেরাতে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। গত এক সপ্তাহ ধরে এই সমস্যায় জেরবার পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকার ভাদুতলা রেঞ্জের বিভিন্ন এলাকা।

Advertisement

শালবনিরই নোনাশোল এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত চার-পাঁচ দিন দিন ধরে তাঁদের এলাকায় ঢুকে পড়েছে হাতির একটি পাল। ৬০-৭০টি হাতির সেই পাল এলাকা দাপিয়ে বেড়ানোয় ক্ষতি হচ্ছে ফসলের। সেখানকার এক বাসিন্দা জানিয়েছেন, সব খেতে ধান এখনও পাকেনি। ফলে, যেখানে পেকেছে সেই খেতে যাওয়ার জন্য হাতির পাল কাঁচা ধানের উপর দিয়ে যাচ্ছে। এর জেরে ফসলের ক্ষতি হচ্ছে বেশি। সেখানকার বাসিন্দা রঞ্জিত মাহাতো বলেন, ‘‘গত পাঁচ দিন ধরে আমাদের ধান খেয়ে যাচ্ছে হাতি। খবর দেওয়া হলেও বন দফতর কোনও ব্যবস্থা নেয়নি। আমাদের খুব অসুবিধা হচ্ছে।’’

নোনাশোল এলাকায় হাতির দল দাপিয়ে বেড়ানোর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। সেখানে দেখা যাচ্ছে, খেতের ফসল মাড়িয়ে চলে যাচ্ছে হাতির একটা বড়সড় দল। গ্রামবাসীরা তাদের তাড়ানোর চেষ্টা করলেও অত বড় হাতির পালের সামনে যেতে ভয় পাচ্ছেন তাঁরা। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: আজ রাজ্যপালের সফরে সতর্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন: ভোটার পরিচয়পত্রের ইউনিক নম্বর চায় নির্বাচন কমিশন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement