Viral

Viral: শুরুতে রাধাবল্লভী, শেষ পাতে পান, ন’য়ের দশকের বাঙালি বিয়ের মেনু কার্ডে অতীতচারী নেটাগরিকরা

মেনু দেখে নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে তাঁদের এমনই দশা যে, পারলে টাইম মেশিন চেপে সময়কে পিছিয়ে নিয়ে যান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ১৬:৪৯
Share:

ন’য়ের দশকের বিয়েবাড়ির মেনু কার্ড। ছবি : টুইটার থেকে।

এক বাঙালি বিয়ের মেনু কার্ড দেখে ন’য়ের দশকে ফিরে যেতে চাইছেন নেটাগরিকরা। মেনু দেখে নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে তাঁদের এমনই দশা যে, পারলে টাইম মেশিন চেপে সময়কে পিছিয়ে নিয়ে যান। চলে যান সেই সময়ে, যখন বিয়েবাড়ি মানেই ছিলে পাত পেড়ে জমিয়ে খাওয়া দাওয়া। সেজেগুজে, নিজস্বী তুলে টুকরো টাকরা খাবার কোনওমতে মুখে তুলে ফিরে আসা নয়।

Advertisement

গত দু’দশকে বিয়েবাড়ির ধরন অনেকটাই বদলেছে। মেনু কার্ড দেখে নস্টালজিক নেটাগরিকদের মন কেমনের পড়তে পড়তে ছড়িয়ে আছে সেই আফশোস।

ছবিটি টুইটারে পোস্ট করেছেন এক নেটাগরিক। বিবরণে জানিয়েছেন, মেনু কার্ডটি তাঁর বাবা-মায়ের বিয়ের অনুষ্ঠানের। যা তাঁর এক তুতো ভাই বা বোন খুঁজে পেয়েছেন।

Advertisement

টুইটারের সেই পোস্ট।

ছবিতে দেখা যাচ্ছে মেনু কার্ডটি ১৯৯০ সালের ২৭ জুনের। হুগলি জেলার বাবুগঞ্জ এলাকায় আয়োজিত কোনও বিয়েবাড়ির। ছোট্ট কার্ডের দু’পাশে আমিষ নিরামিষ দু’রকম খাবার দাবারের তালিকা। শুরুতেই রয়েছে রাধাবল্লভী, আলুর দম। তারপর একে একে ফিশ ব্যাটার ফ্রাই, চিকেন রেজালা, চিলিফিশ। শেষ পাতে কমলাভোগ-সন্দেশ-পান।

তবে এখানেই শেষ নয়। শেষ লাইনে ইংলরেজিতে লেখা, ‘আপনার সন্তুষ্টিই আমাদের অনুপ্রেরণা।’ মেনু কার্ডের খাবারের বহর দেখে নানারকম মন্তব্য করেছেন নেটাগরিকরা। কেউ ফ্রায়েড রাইস আর চিলি ফিশের সঙ্গত দেখে আপ্লুত হয়েছেন। কেউ আবার জানতে চেয়েছেন রসগোল্লা নেই কেন? আমিষাশীদের স্যালাড নিরামিষাশীদের মেনুতে কেন নেই তা-ও জানতে চেয়েছেন অনেকে। তবে সব মিলিয়ে ন’য়ের দশকের জমিয়ে খাওয়া-দাওয়াকে মিস করেছেন প্রত্যেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement