হাতির হামলা রুখতে বিশেষ গাড়ি ‘ঐরাবৎ’ এসেছে পশ্চিম মেদিনীপুরে। তবে গ্রামবাসীদের বাধায় তা দিয়ে অভিযান চালাতে পারল না বন দফতর। বন দফতর জানিয়েছে, হাতির দলটিকে লালগড় হয়ে ঝাড়খণ্ডে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। সেই মতো ঝাড়গ্রামের মানিকপাড়া থেকে অভিযানও শুরু হয়। ৮০টি হাতির দলকে চাঁদরায় আনা হয় পঞ্চমীর রাতেই। কিন্তু তারপর আর অভিযান চালানো যায়নি। বন দফতর জানিয়েছে, আউশাবাঁধি, মৌরা-সহ কয়েকটি গ্রামের মানুষের প্রবল বাধায় অভিযান বন্ধ করতে হয়।