Viral Video

একে অপরকে জড়িয়ে দু’টি সাপ, লেজ ধরে বন বন করে ঘোরাল অবাঞ্ছিত! ভিডিয়োয় বাক্‌রুদ্ধ নেটদুনিয়া

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কৃষিজমির জলকাদায় একে অপরকে জড়িয়ে রয়েছে দু’টি সাপ। তখনই এক যুবক সেখানে পৌঁছন। ওই যুবকের আওয়াজে সাপ দু’টি পালাতে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৯:৫৪
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

খেতের মধ্যে একে অপরকে জড়িয়ে ছিল বিশালাকার দু’টি সাপ। দেখে মনে হবে সাপ দু’টি সঙ্গমে বা যুদ্ধে ব্যস্ত। তবে তাদের তাল কাটল অবাঞ্ছিত অতিথির আগমনে। সামনে এক যুবককে দেখেই জলকাদার মধ্যেই পালাতে যাচ্ছিল তারা। তবে পারল না। সাপ দু’টিকে লেজ থেকে ধরে মাথার উপর বনবন করে ঘোরাতে থাকেন ওই যুবক। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সমালোচনার ঝড়ও উঠেছে নেটদুনিয়ায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কৃষিজমির জলকাদায় একে অপরকে জড়িয়ে রয়েছে দু’টি সাপ। তখনই এক যুবক সেখানে পৌঁছন। ওই যুবকের আওয়াজে সাপ দু’টি পালাতে যায়। যুবকের দিকে তেড়ে না আসা সত্ত্বেও সাপ দু’টিকে ধাওয়া করেন ওই যুবক। জলকাদা থেকে প্রথমে একটি সাপের লেজ ধরে টেনে তোলেন। সাপটিকে মাথার উপর বনবন করে ঘোরাতে থাকেন। এর পর দ্বিতীয় সাপটিকেও ধরে ফেলেন তিনি। এর পর দু’হাতে দুটো সাপ নিয়ে ঘোরাতে থাকেন। সেই দৃশ্য দেখে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা কয়েক জন স্থানীয় হইহুল্লোড় শুরু করেন সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। বিতর্কও তৈরি হয়েছে। কী ভাবে দুটো প্রাণীকে বিনা কারণে এ ভাবে উত্ত্যক্ত করলেন ওই যুবক? সেই প্রশ্নও উঠেছে।

গত ১৭ নভেম্বর এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ছ’লক্ষের বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকেই ওই যুবকের ব্যবহারে বিরক্তি প্রকাশ করেছেন। এক জন লিখেছেন, ‘‘সজ্ঞানে কেউ সাপেদের বিরক্ত করবে না। আমাদের গ্রামের বড়রা সব সময় সেই কথা বলে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সাপ দু’টিকে দেখে মনে হচ্ছে বিষ নেই। তাই বাহুবলীর মতো ভাব দেখাচ্ছে। বিষাক্ত হলে সব জারিজুরি বেরিয়ে যেত।’’ তৃতীয় এক জনের কথায়, ‘‘খুব খারাপ। কেন এ ভাবে সাপের মিলনে বাধা সৃষ্টি করা হচ্ছে? এই সব সাপ কৃষকদের জন্য আশীর্বাদ। ইঁদুর, কীটপতঙ্গ মেরে ফসল বাঁচায়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement