Abu Dhabi T10 League

আবু ধাবির ক্রিকেট লিগে ম্যাচ গড়াপেটার ছোঁয়া, শ্রীসন্থকে মনে করালেন আমিরশাহির বিলাল

বিলাল খেলেন স্যাম্প আর্মির হয়ে। শুক্রবারের ম্যাচে চতুর্থ ওভারে বল করতে এসেছিলেন তিনি। বিলালের করা একটি বল নিয়েই উঠছে প্রশ্ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১০:০৫
Share:

আবু ধাবি লিগে বিলালের নো বলের সেই মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

আবু ধাবি টি১০ লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ। সংযুক্ত আরব আমিরশাহির হজরত বিলাল একটি নো বল করেন। তাঁর পা ক্রিজ় থেকে এতটাই বাইরে ছিল যে, ওই নো বল নিয়ে প্রশ্ন উঠছে। স্যাম্প আর্মির সঙ্গে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের ম্যাচে এই ঘটনা ঘটে। যা মনে করিয়ে দিচ্ছে ২০১৩ সালের আইপিএলে শ্রীসন্থের ম্যাচ গড়াপেটা কাণ্ড।

Advertisement

বিলাল খেলেন স্যাম্প আর্মির হয়ে। শুক্রবারের ম্যাচে চতুর্থ ওভারে বল করতে এসেছিলেন তিনি। সেই সময় ৩২ রানে ২ উইকেট হারিয়েছিল নিউ ইয়র্ক। লক্ষ্য ছিল ১৩৬ রানের। ওভারের শুরুটা ভাল করেছিলেন বিলাল। পঞ্চম বলটি নো বল করেছিলেন। ক্রিজ় থেকে প্রায় এক ফুট বাইরে ছিল তাঁর পা। তাতেই উঠছে প্রশ্ন। স্বাভাবিক ভাবে বোলারেরা নিজেরা মেপে নেন কতটা দৌড়বেন। বিলাল প্রথম চারটি বল ঠিক করার পর এতটা বাইরে কী করে চলে গিয়েছিলেন সেটা নিয়েই উঠছে প্রশ্ন। সতীর্থেরাও তাঁর কাণ্ড দেখে হাসছিলেন। ফ্রি হিটে ছক্কা মারেন ডোনোভান ফেরেইরা।

এর আগেও আবু ধাবি টি১০ লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। বছরের শুরুতে আইসিসি বেশ কিছু দেশে ক্রিকেট লিগ নিষিদ্ধ করেছিল। পুণে ডেভিলস দলের ব্যাটিং কোচ আশার জাইদিকে ২০২১ সালে পাঁচ বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল গড়াপেটার অভিযোগে। দলের মালিক পরাগ সাংভি এবং কৃষাণ কুমার চৌধরিকে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল।

Advertisement

২০১৩ সালের আইপিএল ম্যাচ গড়াপেটায় নির্বাসিত হয়েছিলেন শ্রীসন্থ। সেই সময় রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন তিনি। শ্রীসন্থ বলেছিলেন, “প্রথম কোনও সাক্ষাৎকারে আমি ওই ঘটনার কথা বলছি। একটা ওভারে ১৪-র বেশি রান হওয়ার কথা ছিল। চার বলে পাঁচ রান দিয়েছিলাম। আইপিএল-এ কোনও নো বল, ওয়াইড বল, স্লোয়ার বল করিনি। পায়ে ১২টি অস্ত্রোপচার হওয়ার পরে ১৩০ কিমি প্রতি ঘণ্টায় বল করেছি।” ২০২১ সালে তিনি আবার ক্রিকেটে ফিরেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement