CPM

আলিমুদ্দিন স্ট্রিটের হোসেন প্রয়াত

রাজ্য দফতরে ঢোকার সময়ে সকলকে হাসিমুখে অভ্যর্থনা জানানো ছিল হোসেনের স্বভাব। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিপিএমের রাজ্য নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০৯:১৬
Share:

প্রয়াত মহম্মদ হোসেন খান।

প্রয়াত হলেন সিপিএমের রাজ্য দফতরের দীর্ঘ দিনের কর্মী মহম্মদ হোসেন খান (৭৬)। দলের রাজ্য দফতরের দু’নম্বর শাখার সদস্য ছিলেন আমৃত্যু। সিপিএমের প্রয়াত প্রাক্তন রাজ্য সম্পাদক সরোজ মুখোপাধ্যায়ের গাড়ির চালকের কাজ করতে এসে দলের রাজ্য দফতরের সঙ্গে যুক্ত হয়েছিলেন। থাকতেন আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনেই। তাঁর মৃত্যু হয়েছে রবিবার সন্ধ্যায়। রাজ্য দফতরে ঢোকার সময়ে সকলকে হাসিমুখে অভ্যর্থনা জানানো ছিল হোসেনের স্বভাব। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিপিএমের রাজ্য নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement