Amit Shah

দুর্গা-সরস্বতী পুজো নিয়ে তরজা

পৈলানের দলীয় সভা থেকে এ দিন শাহর এই মন্তব্যের জবাব দিয়েছেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ০৫:২৮
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার নির্বিঘ্নে দুর্গা এবং সরস্বতী পুজো করতে দেয় না বলে বিজেপির বহু দিনের অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা থেকে শুরু করে দলের রাজ্য নেতৃত্ব বার বার এই অভিযোগ করেন। সরস্বতী পুজোর দু’দিন পরে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার নামখানায় বিজেপির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাতের ডাক দিয়ে শাহ ফের বললেন, ‘‘বাংলায় দুর্গাপুজো হবে কি হবে না? দুর্গাপুজোর জন্য আদালতের অনুমতি নিতে হবে? দিদি সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছিলেন। বিজেপির চাপে পড়ে দিদি এখন সরস্বতী পুজো করছেন দেখে আমার খুব ভাল লেগেছে। কিন্তু দিদি, আপনি বাংলার স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছেন।’’

Advertisement

পৈলানের দলীয় সভা থেকে এ দিন শাহর এই মন্তব্যের জবাব দিয়েছেন মমতা। শাহকে চ্যালেঞ্জ করে তিনি বলেছেন, ‘‘প্রতি দিন আসছে, মিথ্যে কথা বলে যাচ্ছে। এখানে সরস্বতী পুজো হয় না? ওরা সরস্বতী পুজো শুরু করেছে? ওকে জিজ্ঞাসা করুন, অ্যাই, সরস্বতী পুজোর মন্ত্র বল আগে। মন্ত্র জান তোমরা?’’ মমতা নিজে সরস্বতী পুজোর মন্ত্র কিছুটা উচ্চারণ করেন। আর দুর্গাপুজো প্রসঙ্গে শাহের অভিযোগে মমতার জবাব, ‘‘দুর্গাপুজো ভি মমতাজি নেহি করনে দেতা? নেহি করনে দেতা তো ২৮ হাজার ক্লাব কো ৫০ হাজার টাকা অ্যায়সে অ্যায়সে মিলতে? ওদের এক জন নেতা আবার বলেছে, মা দুর্গা কে ছিলেন? মা দুর্গা কে জানে না, এরা বাংলায় রাজনীতি করবে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement