প্রতীকী ছবি।
সিপিএমের মিছিল পণ্ড করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শাসক দল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। নভেম্বর বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে রবিবার সোনারপুর স্টেশন চত্বর থেকে পদযাত্রা শুরু হয় সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর নেতৃত্বে। হরিনাভিতে পদযাত্রা শেষ হওয়ার আগে মিছিল পণ্ড করার চেষ্টা হয় বলে সিপিএম নেতৃত্বের অভিযোগ। মিছিল চলাকালীন সেই মিছিলের মধ্যে বাইক নিয়ে ঢুকে পড়েন কয়েক জন যুবক। ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হয়। সুজনবাবুর অভিযোগ, তৃণমূল পরিকল্পনা করে গোলমাল বাধানোর চেষ্টা করেছে। পুলিশকে জানিয়ে মিছিল হলেও নিরাপত্তার জন্য কোনও উদ্যোগ ছিল না বলেও অভিযোগ করেন তিনি। মাসদুয়েক আগে একই জায়গায় সিপিএমের ছাত্র সংগঠনের মিছিলের উপরে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। রাজপুর-সোনারপুর পুরসভার প্রশাসনিক প্রধান পল্লব দাস অবশ্য বলেন, ‘‘সিপিএমের এখন কোনও অস্তিত্ব নেই। সুজনবাবুরা মিছিলকে প্রচারের আলোয় নিয়ে আসার জন্য তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’’