Job Aspirants

কমিশনের ‘ছোট ভুলে’ হয়রানি

চাকরিপ্রার্থীদের একাংশ জানাচ্ছেন, তাঁরা স্কুল সার্ভিস কমিশন থেকে সুপারিশপত্র নিয়ে স্কুলে যোগ দিতে গিয়ে অনেক সময়েই দেখছেন সুপারিশপত্রে নামের বানান ভুল অথবা স্কুলের ঠিকানায় পিন কোড ভুল আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ০৭:০৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা স্কুলে নিয়োগপত্র নিতে গিয়ে সুপারিশপত্রে কিছু ভুলের জন্য হয়রান হচ্ছেন। এমন একাধিক অভিযোগ পেয়ে স্কুল সার্ভিস কমিশন শুক্রবার জেলা স্কুল পরিদর্শকদের চিঠি দিয়ে জানিয়ে দিল, সুপারিশপত্রে ‘ছোটখাটো ভুল’ থাকলে তা যেন তখনই নজরে আনা হয়। তা দ্রুত সংশোধন করা হবে।

Advertisement

চাকরিপ্রার্থীদের একাংশ জানাচ্ছেন, তাঁরা স্কুল সার্ভিস কমিশন থেকে সুপারিশপত্র নিয়ে স্কুলে যোগ দিতে গিয়ে অনেক সময়েই দেখছেন সুপারিশপত্রে নামের বানান ভুল অথবা স্কুলের ঠিকানায় পিন কোড ভুল আছে। আর তাই স্কুল কর্তৃপক্ষ তাঁদের নিয়োগপত্র দিতে চাইছেন না। আগে সংশোধন করে আনতে বলছেন। সে ক্ষেত্রে নিয়োগপত্র পেতে দেরি হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের এক কর্তা বলেন, “ছোটখাটো ভুলগুলো দ্রুত আমাদের দৃষ্টিগোচরে আনার কথা বলেছি। যাতে সে গুলি দ্রুত সংশোধন করা যায়।” কিন্তু সুপারিশপত্রে এমন ভুল থাকবেই বা কেন? সে বিষয়ে কমিশন কোনও মন্তব্য করেনি।

বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন, এই নিয়োগ দুর্নীতির আবহে তারা এখন বেশি সাবধানী। সুপারিশপত্রে কোথাও কোনও ভুল থেকে গেল, অথচ তাঁরা স্কুলে যোগদান করিয়ে নিলেন, পরে যদি প্রশ্নের সম্মুখীন হতে হয়, এই আশঙ্কায় আগে সংশোধন করে আনার কথা বলছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement