Howrah court

হঠাৎ পকেট থেকে ব্লেড বার করে নিজের গলায় চালিয়ে দিলেন বন্দি! হাওড়া আদালতে চাঞ্চল্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মে মাসে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের বাইরে নিজের বান্ধবীকে ছুরি মেরে খুনের ঘটনায় গোলাবাড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন মুম্বইয়ের ওই ব্যবসায়ী মঙ্গেশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৪
Share:

—প্রতীকী চিত্র।

গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা এক বিচারাধীন বন্দির। বুধবার দুপুর সওয়া ১টা নাগাদ হাওড়া আদালত চত্বরে ঘটনাটি ঘটে। মঙ্গেশ বাদলিয়া যাদব নামে ওই বিচারাধীন বন্দিকে জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মে মাসে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের বাইরে নিজের বান্ধবীকে ছুরি মেরে খুনের ঘটনায় গোলাবাড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন মুম্বইয়ের ওই ব্যবসায়ী মঙ্গেশ। এর পর থেকে হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দি হিসাবে ছিলেন তিনি। বুধবার ওই মামলার শুনানি জন্য তাঁকে হাওড়া আদালতে নিয়ে আসা হয়েছিল। আইনজীবীরা জানান, হাসপাতাল চত্বরে আচমকাই পকেট থেকে একটি ব্লেড বার করে নিজের গলায় চালিয়ে দেন মঙ্গেশ। কী ভাবে ধারালো ব্লেড ওই বন্দির কাছে এল, তা নিয়ে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।

হাওড়া ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরির সম্পাদক গৌতম ঢ্যাং বলেন, ‘‘মানুষের মনের অভিসন্ধির কথা বলা অসম্ভব। কে, কখন, কী ভাবে এই ধরনের ঘটনা ঘটাবে, তা কে বলতে পারে। যা মনে হচ্ছে, আসামি আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল। তবে জেলে পুলিশ প্রশাসনের আর একটু সজাগ থাকা দরকার।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement