যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, “রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি একক ভাবে সিদ্ধান্ত নিতে পারে না। রাজ্য সরকার নিশ্চয়ই কিছু আমাদের কিছু জানাবে।’’
প্রতীকী ছবি।
পশ্চিমবঙ্গের বেলুড় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মতো সারা দেশের আটটি ডিমড বিশ্ববিদ্যালয় ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্দেশিত অভিন্ন প্রবেশিকা পরীক্ষার (সিইউইটি) ভিত্তিতে স্নাতক স্তরে পড়ুয়া ভর্তি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। ইউজিসি-র চেয়ারম্যান এম জগদেশ কুমার সোমবার নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন।
ইউজিসি জানিয়েছে, ৪৫টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি হতে গেলে এ বার থেকে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়, ডিমড বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিও ভর্তির ক্ষেত্রে এই প্রবেশিকার নম্বর ব্যবহার করতে পারে। এ দিন আটটি ডিমড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠকের পরে ইউজিসি-প্রধান জানান, আটটি ডিমড বিশ্ববিদ্যালয় অভিন্ন প্রবেশিকার ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত সমর্থন করেছে, নিজেদের প্রতিষ্ঠানে ভর্তিতে ওই পরীক্ষার নম্বর ব্যবহারও করতে চেয়েছে। তাদের মধ্যে আছে মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস, জামিয়া হামদর্দ ইত্যাদি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, “রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি একক ভাবে সিদ্ধান্ত নিতে পারে না। রাজ্য সরকার নিশ্চয়ই কিছু আমাদের কিছু জানাবে।’’