Memari

ভাইফোঁটা দিতে যাওয়ার সময় প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টা মেমারিতে! অভিযুক্ত দুই যুবক গ্রেফতার

ভাইফোঁটা দিতে যাওয়ার সময় প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মেমারিতে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১৯:৫২
Share:

—প্রতীকী চিত্র।

ভাইফোঁটা দিতে যাওয়ার সময় প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মেমারিতে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোরে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য বাপের বাড়ি যাচ্ছিলেন ওই প্রৌঢ়া। অভিযোগ, দুই যুবক তাঁর পথ আটকান। এর পর জোর করে একটি পুকুরপাড়ের বারান্দায় নিয়ে গিয়ে প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টা করেন তাঁরা। মহিলার চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ছুটে গিয়ে এক যুবককে ধরে ফেলেন। পালিয়ে যান অন্য জন। পরে মেমারি থানার পুলিশ পরে তল্লাশি চালিয়ে পলাতক যুবককে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, ধৃত দু’জনকে সোমবার আদালতে হাজির করানো হবে। তবে রবিবার ওই প্রৌঢ়ার মেডিক্যাল পরীক্ষা করানো হয়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, ‘‘আমরা পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখি। তাই ধৃতদের আমরা মারধর করিনি। আমরা নিজের হাতে আইন তুলে নিইনি। তবে প্রশাসন যদি এই ঘটনার পর সজাগ না হয়, তা হলে তার পরিণাম ভাল হবে না। বার বার নেশার ঠেক ভাঙার জন্য বলা হলেও পুলিশ সেই বিষয়ে সক্রিয় নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement