ডক্টর কাফিল খান।—ফাইল চিত্র।
ভারাভারা রাওয়ের মতোই চিকিৎসক কাফিল খানের মুক্তির দাবিতে এ বার সামাজিক মাধ্যমে সরব হল নানা বামপন্থী সংগঠন। ‘রিলিজ আওয়ার ডক্টর কাফিল’ হ্যাশট্যাগ দিয়ে রবিবার দিনভর টুইটারে দাবি তোলেন বাম নেতা-কর্মীরা। দলের পাশাপাশি বামপন্থী ছাত্র সংগঠনগুলিও ছিল এই বিষয়ে সরব। কাফিলের উপর থেকে জাতীয় নিরাপত্তা আইনের ধারা প্রত্যাহারের দাবিও করেছেন বাম নেতারা। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তরফে ঐশী ঘোষের প্রশ্ন, বারবার নিরপরাধের সাজা হবে কেন? জনতার কাছে প্রতিবাদের আবেদন জানিয়েছেন তিনি। কাফিলের মুক্তির দাবি করেছেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মাও। এর আগে করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা প্রত্যাহারের দাবিতেও সামাজিক মাধ্যমে সরব হয়েছিল এসএফআই-সহ বাম ছাত্র সংগঠনগুলি। ‘টুইটার ট্রেন্ড’ অনুযায়ী, তখনও সাড়া মিলেছিল ভালই।