রাতভর মুষলধারায় বৃষ্টি। আর সেই বৃষ্টিতে জাতীয় সড়কের উপর সেতু ধ্বসে মৃত্যু হল একটি মিনি ট্রাকের চালক এবং তার সহযোগীর। ৩১ সি জাতীয় সড়কের উপর জুরন্তি সেতুর মতোই ওদলাবাড়িতে লিস নদির জলের তোড়ে ভেসে গেল রেল লাইনের তলার মাটি। ফলে বন্ধ ডুয়ার্সের রেল যোগাযোগও।
ডুয়ার্সের মতোই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি। প্রবল বৃষ্টিতে জল বাড়ছে তিস্তা, মহানন্দা, লিস, ঘিস রঙ্গিত থেকে শুরু করে অসংখ্য পাহাড়ি নদীর। শুধু বাগরাকোটেই গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৩২.২ মিলিমিটার।
একই রকম ভাবে কালিম্পং, গ্যাংটক, দার্জিলিং থেকে শুরু করে উত্তর সিকিমের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টির ফলে জল বেড়েছে বিভিন্ন নদীর। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
আরও পড়ুন: আচমকাই বন্যা পরিস্থিতির অবনতি, ভেঙে পড়ল সেতু, বিচ্ছিন্ন ডুয়ার্স