বাস্তবধর্মী চলচ্চিত্রকে কাব্যিক করে তোলার পাঠ শিখিয়েছিলেন তিনি— বুদ্ধদেব দাশগুপ্ত। ‘স্বপ্নের দিন’ এবং ‘উত্তরা’ ছবির জন্য সেরা পরিচালকের জাতীয় পুরস্কার, আরও পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায় সেরা। বাংলায় সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ‘দূরত্ব’ এবং ‘তাহাদের কথা’র জন্য। চুম্বকে এই হলেন সদ্যপ্রয়াত পরিচালক।
বুদ্ধদেবের কাজ ও ভাবনার কাছাকাছি বিচরণ করেছেন পরিচালক গৌতম ঘোষ। স্মৃতির পাতায় গৌতমের অর্ঘ্য।