ছবি পিটিআই।
যাত্রীদের দুর্ভোগ কমাতে সরকার সাধ্যমতো বাসের জোগান দিয়ে যাবে। জোর দেওয়া হবে জলপথ-সহ অন্যান্য পরিবহণেও। তবে এই সময়ে বাস মালিকদের অতিরিক্ত ভাড়ার দাবি সরকার মানবে না বলে সোমবার স্পষ্ট জানিয়েছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। পথে বাস নামানো নিয়ে বেসরকারি বাস মালিকদের মধ্যেও মতানৈক্য ঘটেছে।
শহরতলির ট্রেন এবং মেট্রো সচল না-হওয়া পর্যন্ত যাত্রীদের একাংশের কিছু অসুবিধা থেকে যাবে বলে মনে করছেন পরিবহণমন্ত্রী। তবে সেই সমস্যা মেটাতে সরকার যথাসাধ্য চেষ্টা করবে। এ দিন তিনি বলেন, ‘‘জরুরি প্রয়োজনে যাঁরা বেরোচ্ছেন তাঁদের পরিবহনের জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে। তবে এই সময়ে বাসের ভাড়া বাড়ানোর দাবি মানার প্রশ্ন নেই।’’
বেসরকারি বাস মালিকদের একাংশের অনড় মনোভাব নিয়ে এ দিন সরাসরি কোনও মন্তব্য না-করলেও ওই অবস্থাকে সার্বিক চিত্র বলে মানতে চাননি শুভেন্দুবাবু। তাঁর কথায়, ‘‘অনেক বেসরকারি বাস চলেছে। আরও নামবে।’’ সব আসনে যাত্রী নেওয়ার ক্ষেত্রে সরকার ছাড়পত্র দেওয়ার পরেও রবিবার পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয় বলে অনড় অবস্থান নেয় জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট-সহ মোট চারটি বেসরকারি বাস-মিনিবাস সংগঠন। তবে ওই অবস্থানের বিপরীতে হেঁটে সোমবার সারা রাজ্যেই বিভিন্ন রুটে অল্প সংখ্যায় বাস চালিয়েছে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি এবং বেঙ্গল বাস সিন্ডিকেট। এ দিন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘‘চলতি অবস্থায় আগে বাস চলার মতো পরিস্থিতি তৈরি করা জরুরি। যাত্রী কম থাকলেও আমরা সেই কারণেই বাস নামিয়েছি রাস্তায়। তবে আয় এবং ব্যয়ের সমতা রেখে বাস চালাতে আমরা সরকারের সাহায্য চাই।’’
আরও পড়ুন: বাসে দূরত্ববিধি শিকেয়: ‘মানতে হলে অফিসেই যেতে পারব না’
বিভিন্ন কর ছাড়, চালক এবং কন্ডাক্টরের স্বাস্থ্য সুরক্ষা, বাস স্যানিটাইজ় করার একাধিক দাবিতে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। বেঙ্গল বাস সিন্ডিকেটের পক্ষ থেকে বাসে সব আসনে যাত্রী নেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তবে দীর্ঘ লকডাউনের পরে করোনা আবহে রাস্তায় যাত্রী কম থাকার আশঙ্কার কথা বলা হয়েছে। সংগঠনের সহ-সভাপতি টিটো সাহা এ দিন বলেন, ‘‘আমরা বিভিন্ন রুটে বাসের সংখ্যা আজ মঙ্গলবার থেকে বাড়াচ্ছি। পাশাপাশি লকডাউন পর্বের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি।’’
বিপরীতে জয়েন্ট কাউন্সিল-সহ চার বাস সংগঠন ভাড়া বাড়ানোর দাবিতে অনড় রয়েছে। ওই সংগঠনগুলির পক্ষ থেকে আজ কসবায় পরিবহণ ভবনে একটি স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়েছে।