Life Hcaks

শীত পড়তেই আলমারি থেকে চামড়ার জ্যাকেটগুলি বার করেছেন? কী ভাবে যত্ন নেবেন সাধের শীতপোশাকের

শীতের পোশাক হিসাবে চামড়ার জ্যাকেট ব্যবহার করতে ভাল লাগলেও এগুলির যত্নআত্তি বেশ ঝক্কির কাজ। কী ভাবে নেবেন সাধের চামড়ার জ্যাকেটের যত্ন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৯:০০
Share:

কী ভাবে নেবেন সাধের শীতপোশাকের যত্ন? ছবি: সংগৃহীত।

শীতকাল এলেই সাধের চামড়ার জ্যাকেটগুলি আবার পরার পালা শুররু হয়। বড়দিন হোক বা নতুন বছরের উদ্‌যাপন, সাজে চমক আনতে চামড়ার জ্যাকেটের কোনও তুলনা নেই। শীতের পোশাক হিসাবে চামড়ার জ্যাকেট ব্যবহার করতে ভাল লাগলেও এগুলির যত্ন-আত্তি বেশ ঝক্কির কাজ। কী ভাবে নেবেন সাধের চামড়ার জ্যাকেটের যত্ন?

Advertisement

১) চামড়ার জ্যাকেট আর্দ্র পরিবেশে না রাখাই ভাল। তাই এটি ব্যবহার করার সময়ে বেশ সচেতন থাকতে হবে। জ্যাকেট ব্যবহারের পর কাপড়ে মুড়ে রাখুন। খুব চড়া রোদে চামড়ার জ্যাকেট শুকোতে না দেওয়াই ভাল।

২) চামড়ার জিনিসপত্রের উপযুক্ত আর্দ্রতা বজায় রাখতে মোম ও সিলিকনযুক্ত লেদার কন্ডিশনার ব্যবহার করতে পারেন। এতে চামড়া যেমন ভাল থাকে, তেমনই নতুনের মতো দেখতে লাগে। জ্যাকেটে যদি কোনও কারণে ছোটখাটো দাগ লাগে, তবে তা তোলার জন্য মৃদু ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন।

Advertisement

৩) চামড়ার পোশাকে ভাঁজ পড়লে কিন্তু মুশকিল। কারণ, চামড়ার পোশাক ইস্ত্রি করার সুযোগ নেই। সে ক্ষেত্রে উষ্ণতা সর্বনিম্ন মাত্রায় নামিয়ে চামড়ার পোশাকের উপর একটি কাপড় রেখে ইস্ত্রি করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, যেন গরম ইস্ত্রি সরাসরি চামড়ার উপরে না দিয়ে ফেলেন।

৫) অমসৃণ কোনও কিছুর সঙ্গে যাতে চামড়ার জ্যাকেটের ঘষা না লাগে, তা খেয়াল রাখা জরুরি। তাই চামড়ার জিনিস আলমারিতে আলাদা তাকে রাখাই ভাল। চামড়ার জ্যাকেট ভাঁজ না করে হ্যাঙারে ঝুলিয়ে রাখুন। তাতেই যত্নে থাকবে সেটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement