বিচারকের ভূমিকায় ফের রূপান্তরকামী

এ দিনের লোক আদালতে বিভিন্ন ব্যাঙ্কের ঋণ সংক্রান্ত বেশ কিছু মামলার নিষ্পত্তি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৯ ০৩:৩৪
Share:

অরুণাভ নাথ। নিজস্ব চিত্র

ফের বিচারকের ভূমিকায় দেখা গেল বহরমপুরের রূপান্তরকামী অরুণাভ নাথকে। রবিবার বহরমপুরে লোক আদালতে বিচারক হিসেবে তাঁকে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সম্পাদক সুব্রত ঘোষ, বহরমপুর আদালতের আইনজীবী রফিকুল ইসলাম।

Advertisement

এ দিনের লোক আদালতে বিভিন্ন ব্যাঙ্কের ঋণ সংক্রান্ত বেশ কিছু মামলার নিষ্পত্তি হয়েছে। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সম্পাদক সুব্রত ঘোষ বলেন, ‘‘রূপান্তরকামীরাও আমাদের সমাজের অঙ্গ। তাঁদের সঙ্গে আমাদের কোনও পার্থক্য নেই। তাই সমাজকর্মী হিসেবে তাঁকে এ দিনের লোক আদালতের সদস্য করা হয়েছিল।’’

এ বারই প্রথম নয়, বছর খানেক আগেও অরুণাভকে জেলা লোক আদালতের বিচারকের ভূমিকায় দেখা গিয়েছিল। এ দিন অরুণাভ বলছেন, ‘‘ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি আমাকে যে সম্মান দিয়েছে তাতে আমি খুশি।’’

Advertisement

অরুণাভের সংযোজন, ‘‘এত দিন সমাজের বহু লোকজন আমাদের অন্য নজরে দেখেছেন। উড়ে এসেছে নানা কটূক্তিও। তবে সময় বদলাচ্ছে। রূপান্তরকামীদের নিয়ে লোকজনের ধারণাও বদলাচ্ছে। এটা অত্যন্ত ইতিবাচক দিক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement