Ticket Booking

মঙ্গলবার রাত থেকে ট্রেনের টিকিট বুকিং করা যাবে না, দুর্ভোগের আশঙ্কা

রেল জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে কলকাতায় যাত্রী সংরক্ষণ ব্যবস্থা বন্ধ থাকবে। ওই সময়ে টিকিট বুকিং-সহ অন্য সুবিধা মিলবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ২১:০৩
Share:

—ফাইল চিত্র।

রেলের পূর্বাঞ্চলে যাত্রী সংরক্ষণ ব্যবস্থা (প্যাসেঞ্জার্স রিজার্ভেশন সার্ভিস) বন্ধ থাকবে। এই কারণে মঙ্গলবার রাতে ২ ঘণ্টা ৪৫ মিনিট ধরে কোনও টিকিট বুকিং করতে পারবেন না যাত্রীরা। সোমবার রেলের তরফে এই কথা জানানো হয়েছে।

Advertisement

রেল জানিয়েছে, মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে রাত আড়াইটে পর্যন্ত কলকাতায় যাত্রী সংরক্ষণ ব্যবস্থা বন্ধ থাকবে। সেই কারণে ওই সময় পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব উপকূলীয় রেল, দক্ষিণ-পূর্ব-মধ্য রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং পূর্ব-মধ্য রেল শাখার যাত্রীরা টিকিট বুকিং করতে পারবেন না।

Advertisement

পাশাপাশি, ইন্টারনেট বুকিং, অনুসন্ধান এবং এই ব্যবস্থায় অন্য যে সব সুবিধা পাওয়া যেত, সেগুলিও মিলবে না ওই সময়ে। এর জেরে যাত্রীরা দুর্ভোগে পড়তে পারেন বলে আশঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement