ট্রেন পরিষেবা ব্যাহত শিয়ালদহ মেন শাখায়। ফাইল চিত্র।
রেললাইনে গাছ পড়ে ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদহ মেন শাখায়। উত্তর ২৪ পরগনার পলতা স্টেশনের কাছে গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল। যার জেরে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার বিকেলে জেলার কয়েকটি জায়গায় প্রবল ঝড় হয়। সেই ঝড়েই পলতায় দু’টি আপ লাইনের একটিতে গাছ পড়ে গিয়েছে। যার জেরে বিকেল ৫টা ২০ থেকে বন্ধ ট্রেন চলাচল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘প্রাকৃতিক দুর্যোগের জেরে ট্রেন চলাচল। ঘটনাস্থলে আমাদের টিম চলে গিয়েছে। যত দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।’’
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার বিকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। কলকাতায় অবশ্য তেমন বৃষ্টি হয়নি। বিকেল ৫টা নাগাদ শহরের আকাশ কালো করে ঝড় শুরু হয়। প্রায় ১ ঘণ্টা ধরে চলে সেই ঝোড়ো হাওয়ার দাপট।