Janhvi Kapoor

হোটেলের বালিশ চুরি করে পালাচ্ছেন জাহ্নবী? শ্রীদেবী-কন্যাকে বিমানবন্দরে দেখে হাসাহাসি

খোলা চুলে আলুথালু জাহ্নবীকে দেখা গেল বিমানবন্দরে। হাতে বালিশ! সেটি নিয়েই হাঁটছেন অভিনেত্রী। কী করবেন সেই বালিশ নিয়ে? বিমানে তো বালিশ ব্যবহার করতে পারবেন না!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ১৭:৫০
Share:

যেন ঘুমজড়ানো চোখে আবার ঘুমোতেই যাচ্ছেন তিনি পাশের ঘরটিতে। ছবি: সংগৃহীত।

ঘুম থেকে উঠেই বিমানবন্দরে জাহ্নবী কপূর? দুধসাদা এক বিপুল বালিশ নিয়ে শ্রীদেবী-কন্যাকে গাড়ি থেকে নামতে দেখে তাজ্জব সকলে। এমন দৃশ্য কেউ কখনও দেখেননি, স্বীকার করে নিলেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরাও। খোলা চুল, ফুরফুরে নীল ড্রেসে ধীর গতিতে এগিয়ে গেলেন জাহ্নবী। হাতে বালিশ। যেন ঘুমজড়ানো চোখে আবার ঘুমোতেই যাচ্ছেন তিনি পাশের ঘরটিতে।

Advertisement

কৌতূহল উস্কে দিয়ে কিছু ক্ষণ সে ভাবে হাঁটার পর জাহ্নবী অবশ্য বালিশটি ধরতে দিলেন কাউকে। তার পর ক্যামেরার দিকে তাকিয়ে অল্প হেসে ঢুকে গেলেন বিমানবন্দরের ভিতরে। সেই ভিডিয়ো ঘুরছে সমাজমাধ্যমে। নেটাগরিকরাও তাঁদের কল্পনাশক্তি খাটিয়ে প্রতিযোগিতায় নেমে পড়েছেন।

কেউ বলছেন, “হোটেল থেকে বালিশ চুরি করে পালাচ্ছেন?” আর এক জন মন্তব্য করলেন, “বিমানে যাবেন না ট্রেনে? বালিশটা মাথায় দেবেন কী ভাবে বিমানে উঠে?” আর এক জন অনুরাগীর দাবি, “কাজের চাপে ঘুমোনোর সময় পান না উনি, তাই বালিশ সঙ্গে রেখেছেন, যেখানে সুযোগ হবে ঘুমিয়ে নেবেন।” অনেকেরই অনুমান, এটিই জাহ্নবীর প্রিয় বালিশ, এটি ছাড়া তিনি ঘুমোতে পারেন না, তাই সঙ্গে নিয়ে চলেছেন।

Advertisement

কাজের ব্যস্ততা যে তুঙ্গে জাহ্নবীর, সে কথা সত্যি। নীতেশ তিওয়ারির প্রেমের ছবি ‘বাওয়াল’-এ শীঘ্রই তাঁকে দেখা যাবে। এ ছবিতে বরুণ ধওয়ানের বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী। এ ছাড়াও ক্রীড়াধর্মী ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে দেখা যাবে জাহ্নবীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement