Train Movement Affected

ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহ ডাউন লাইনে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকল ট্রেন চলাচল

শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লাইনে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকল ট্রেন চলাচল। যদিও আপ লাইনে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। ট্রেন বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৩ ২০:০০
Share:

ছবি: প্রতিনিধিত্বমূলক।

নরেন্দ্রপুর এবং সোনারপুর স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। তার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লাইনে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকল ট্রেন চলাচল। যদিও আপ লাইনে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। ট্রেন বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে সোনারপুর ও নরেন্দ্রপুর স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে যায়। তার জেরে আগের স্টেশনগুলিতে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে। সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ওভারহেড তার মেরামতির কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হয়। মাঝে ওই দীর্ঘ সময় বিপত্তির কারণে ১২টি লোকাল ট্রেন বাতিল করা হয়।

এতগুলি ট্রেন বাতিলের কারণে যাত্রী দুর্ভোগ চরমে ওঠে। পরে ট্রেন চালু হলেও ভিড়ের কারণে অনেকেই উঠতে পারেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement