গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
রং বদলায়নি মহারাষ্ট্রের। কিন্তু মুখ বদলাচ্ছে কি? বিজেপি একাই জাদুসংখ্যার প্রায় কাছাকাছি আসন জিতে নেওয়ার পর জল্পনা বেড়েছে, শিবসেনার একনাথ শিন্ডেই কি মুখ্যমন্ত্রী পদে থাকবেন? না কি দেবেন্দ্র ফডণবীস? উত্তর স্পষ্ট হয়ে যেতে পারে আজ। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভার ভোটের টাটকা রেশ নিয়েই আজ শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। একটিতে জিতছে এনডিএ, অন্যটিতে ‘ইন্ডিয়া’। তবে ঝাড়খণ্ডের তুলনায় ধারে ভারে এগিয়ে থাকা মহারাষ্ট্রে বিরোধীদের নাস্তানাবুদ করে জিতে বেশি চাঙ্গা রয়েছে বিজেপি শিবিরই। আবার বাংলায় আরজি কর আন্দোলন পরবর্তী পরিস্থিতিতে ছয় বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপিকে ছন্নছাড়া করে চাঙ্গা তৃণমূলও। সংসদের এই অধিবেশনেই কংগ্রেসের হয়ে প্রবেশ ঘটবে নবাগতা প্রিয়ঙ্কা গান্ধীর।
ঝড়ের সংকেত দিয়ে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন
সোমবার থেকে শুরু হয়ে অধিবেশন চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। শুরু থেকেই আদানি প্রসঙ্গে উত্তাল হতে পারে সংসদ। রবিবার সর্বদল বৈঠকেই সে ইঙ্গিত দিয়ে রেখেছেন বিরোধীরা। আমেরিকার আদালতে সম্প্রতি ‘প্রমাণ-সহ অভিযোগপত্র’ (ইনডিক্টমেন্ট) জমা পড়েছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। ঘুষ দেওয়ার অভিযোগে গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবরও প্রকাশিত হয়েছে আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্যমে। অধিবেশন এই নিয়ে কেন্দ্রকে চাপে ফেলার চেষ্টা করতে পারে বিরোধী দলগুলি। এ ছাড়া, মণিপুরের অশান্তি, দিল্লির দূষণ, ঘন ঘন ট্রেন দুর্ঘটনার মতো বিষয়গুলি নিয়েও সংসদে আলোচনা চাইতে পারে বিরোধী দলগুলি। এ বারের অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল-সহ ১৬টি বিল সংসদে পেশ করার কথা রয়েছে।
তৃণমূলের কর্মসমিতি বৈঠক
দীর্ঘ বিরতির পর জাতীয় কর্মসমিতির সদস্যদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল ৪টেয় নিজের কালীঘাটের বাসভবন লাগোয়া অফিসে এই বৈঠক করবেন তিনি। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ তৃণমূলের শীর্ষ নেতারা। সোমবার থেকেই দিল্লিতে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। আবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনও শুরু হচ্ছে সোমবারই। তাই এই দুই অধিবেশন দলের কী রণনীতি হবে, তা নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। আরজি কর ঘটনার পর আর এই ধরনের দলীয় বৈঠক করেননি মমতা। তাই বৈঠকে এই সব বিষয়ও উঠে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী বদল?
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন? আজ এনডিএ শিবিরের নেতা নিজেদের মধ্যে বৈঠকে বসছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বৈঠকেই ঠিক হতে পারে মুখ্যমন্ত্রী মুখ। বিধানসভা ভোটে জয়ের পর থেকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে। দৌড়ে রয়েছেন দু’জন। দেবেন্দ্র ফডণবীস এবং একনাথ শিন্ডে। মুখ্যমন্ত্রী বাছাইয়ে অজিত পওয়ারের এনসিপিও বড় ভূমিকা নিতে পারে। সেই আলোচনার মধ্যেই রবিবার ‘মহাজুটি’র তিন নেতা রবিবার মুম্বইয়ের তিন প্রান্তে আলাদা আলাদা বৈঠক করেন। এই পরিস্থিতিতে সোমবারের বৈঠকের দিকে নজর থাকবে।
কয়লা পাচার মামলার চার্জ গঠন
তারিখের পর তারিখ! কয়লা পাচার মামলায় চার্জ গঠনের কথা ছিল চলতি বছরের ৭ সেপ্টেম্বর। কিন্তু তদন্তের গতিপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল আসানসোলের সিবিআই বিশেষ আদালত। অনুপ মাজি ওরফে লালা অভিযুক্ত না সাক্ষী? তদন্তকারীদের উদ্দেশে ওই প্রশ্ন ছোড়েন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। সেই জটিলতায় সে বার চার্জ গঠন হয়নি। তার পর ১৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছিল আদালত। এর পর গত সোমবার অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেছে আদালত। তার পর ২৫ নভেম্বর চার্জ গঠন হবে বলে জানান বিচারক। সংশ্লিষ্ট মামলায় মোট ৫০ জন অভিযুক্তের নাম রয়েছে। যার মধ্যে বিনয় মিশ্র ফেরার। একজন মারা গিয়েছেন। অর্থাৎ ৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন হবে। তাঁদের প্রত্যেককেই সোমবার আদালতে উপস্থিত থাকতে বলেছেন বিচারক। কয়লা পাচার মামলার শুনানির দিকে নজর থাকবে আজ।
শুরু বিধানসভারও শীতকালীন অধিবেশন
সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। অধিবেশনের প্রথম দিন শোকপ্রস্তাবের পর শেষ হয়ে গেলেও, মঙ্গলবার থেকে পূর্ণাঙ্গ অধিবেশন হবে। এ বারের অধিবেশনে সংবিধান দিবস নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান চালানোর দাবির বিষয়েও। এ ছাড়া, ওয়াকফ সংক্রান্ত একটি বিল পাশেরও ভাবনা রয়েছে তৃণমূল পরিষদীয় দলের। তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। এ ছাড়াও কলকাতা পুরসভা সংক্রান্ত একটি বিলও পেশ করার সম্ভবনা রয়েছে। অধিবেশন শেষ হবে ডিসেম্বর মাসের ১০ তারিখে।