News Of The Day

সুকান্ত-শুভেন্দুদের ঘুরে দাঁড়ানোর বৈঠক! ক্যাপ্টেন ব্রিজেশের দেহ ফিরবে রাজ্যে, আর কী কী

আগামী দিনে রাজ্যে বিজেপির নীতি কী হবে, বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে। এ বারের লোকসভা নির্বাচনে বাংলায় ৪২টির মধ্যে ১২টি আসনে জয় পেয়েছে বিজেপি। যা গত বারের চেয়েও কম।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৪ ০৬:৫৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

লোকসভা ভোটে বাংলায় বিজেপির বিপর্যয় ঘটেছে। তার পর দলের রাজ্য কমিটির প্রথম বৈঠক আজ। সায়েন্স সিটি অডিটোরিয়ামে আজ বেলা ১১টায় ওই বৈঠক শুরু হবে। বঙ্গ বিজেপি সূত্রে খবর, বৈঠকে থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী দিনে রাজ্যে বিজেপির নীতি কী হবে, বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে। এ বারের লোকসভা নির্বাচনে বাংলায় ৪২টির মধ্যে ১২টি আসনে জয় পেয়েছে বিজেপি। যা গত বারের চেয়েও কম। তবে আজকের বৈঠকে ভোটের ফল বিশ্লেষণ করা হবে না বলেই খবর রাজ্য বিজেপি সূত্রে। বরং আগামী দিনে দল কী করবে, রাজনীতির ক্ষেত্রে বাংলায় বিজেপি কোন অঙ্ক ধরে এগোবে, তা নিয়েই আলোচনা হতে পারে আজকের বৈঠকে। বর্ধিত আকারে রাজ্য কমিটির বৈঠকে জেলা সভাপতি, জেলা ইন-চার্জ-সহ দলের সর্ব স্তরের নেতাদের ডাকা হয়েছে। থাকবেন রাজ্য স্তরের সমস্ত মোর্চা এবং শাখা সংগঠনের সদস্যেরা।

Advertisement

রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠক

লোকসভা ভোটের পর বিজেপির রাজ্য কর্মসমিতির প্রথম বৈঠক হতে চলেছে আজ। আগামী দিনে রাজ্যে বিজেপির নীতি কী হবে, কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে হতে চলা এই বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে। প্রথমে জানা গিয়েছিল, বুধবারের বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে রাজনাথের পরিবর্তে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

Advertisement

ক্যাপ্টেন ব্রিজেশের দেহ ফিরবে দার্জিলিঙে

জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা-সহ চার জন। সোমবার সন্ধ্যায় জম্মুর ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। সেই অভিযানের নেতৃত্বে ছিলেন ব্রিজেশ। তাঁর অকালমৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিজেশ দার্জিলিঙের লেবংয়ের বড়াগিঙ্গের বাসিন্দা। তাঁর বাবাও সেনায় ছিলেন। ব্রিজেশের বাবা প্রাক্তন কর্নেল ভুবনেশ থাপা জানান, তাঁর কষ্ট হচ্ছে ঠিকই, তবে কোনও আক্ষেপ নেই। বুধবার ব্রিজেশের দেহ ফিরবে দার্জিলিঙের বাড়িতে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

কেমন থাকবে বাজারদর?

জেলায় জেলায় বাজারের আগুনদর নিয়ন্ত্রণে কাজে নেমেছে টাস্ক ফোর্স। কৃষি দফতরের আধিকারিক থেকে শুরু করে জেলাশাসকের দফতরের আধিকারিক, এমনকি, পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চও নেমে পড়েছে পরিদর্শন অভিযানে। অসাধু ব্যবসায়ীদের সমঝে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বাজার কমিটিগুলিকে। কিন্তু তার পরেও বাজারের অগ্নিমূল্যে লাগাম পরানো যায়নি বলে অভিযোগ ক্রেতাদের। উল্টে ওই অভিযানের ফলে একই শহরের দুই বাজারে দু’রকম দরে সব্জি বিক্রি হচ্ছে। বাজার দরে কোনও উন্নতি হল কি না, সে দিকে নজর থাকবে আজ।

রাজ্যে বৃষ্টি কেমন?

মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কোথাও বৃষ্টির তেজ বেশি ছিল, কোথাও আবার কম। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণ এবং উত্তর, দুই বঙ্গের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কম। এমনকি, ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাসও নেই। অর্থাৎ আজ রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement