গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
টালা থানার প্রাক্তন ওসি অভিজিতের সাসপেনশন উঠবে? শুরু হবে কি প্রক্রিয়া
আরজি কর মেডিক্যাল কলেজে এক চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ এবং খুনের মামলায় শুক্রবার অতিরিক্ত চার্জশিট দিতে পারেনি সিবিআই। এর ফলে শুক্রবার ওই মামলায় জামিন পেয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। চিকিৎসক-পড়ুয়ার খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। গ্রেফতার হওয়ার পরে অভিজিৎকে সাসপেন্ড করেছিল কলকাতা পুলিশ। জামিনে ছাড়া পাওয়ার পরে প্রশ্ন উঠছে, তিনি কি আবার কাজে ফিরতে পারবেন? শুরু হবে কি সেই প্রক্রিয়া? আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।
সংসদে সংবিধান চর্চা, কী বলবেন প্রধানমন্ত্রী
সংসদের শীতকালীন অধিবেশনে আজ লোকসভায় বক্তৃতা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্র এবং শনিবার লোকসভায় সংবিধান বিষয়ক আলোচনা রয়েছে। শুক্রে লোকসভায় প্রথম বক্তৃতা করেছেন ওয়েনাড়ের সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। বিঁধেছেন মোদী সরকারকে। মোদীর জমানায় গত এক দশকে পরিকল্পিত ভাবে সংবিধানকে দুর্বল করা হয়েছে বলে অভিযোগ তুলছেন তিনি। উঠে এসেছে উন্নাও, হাথরস, মণিপুর প্রসঙ্গও। আদানি-বিতর্ক নিয়েও মোদী সরকারকে আক্রমণ শানিয়েছেন তিনি। প্রিয়ঙ্কা শুক্রবার ‘মোদী ঘনিষ্ঠ শিল্পপতি’ গৌতম আদানির নাম তুলতেই বিজেপি সাংসদেরা হই হট্টগোল শুরু করে দেন লোকসভায়। এই আবহে আজ সংবিধান-বিতর্কে লোকসভায় জবাবি বক্তৃতা করতে পারেন মোদী। লোকসভায় প্রিয়ঙ্কার প্রথম বক্তৃতার ‘বাউন্সার’ সামলাতে প্রধানমন্ত্রী কোন কোন প্রসঙ্গ তুলে ধরবেন আজ? এ ছাড়া দু’দিন আগেই মোদীর মন্ত্রিসভা ‘এক দেশ, এক ভোট’ বিলে অনুমোদন দিয়েছে। চলতি শীতকালীন অধিবেশনেই তা সংসদে পেশ করতে চাইছে কেন্দ্র। এই বিল নিয়ে শুরু থেকেই আপত্তি রয়েছে তৃণমূল-সহ অন্য বিরোধী দলগুলির। সংবিধান-বিতর্কে মোদীর জবাবি বক্তৃতায় কি জায়গা পাবে ‘এক দেশ, এক ভোট’? আজ নজর থাকবে এই খবরে।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বাংলাদেশ-বিতর্ক ও ভারতের সঙ্গে সম্পর্ক
বাংলাদেশে সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং তৎপরবর্তী পরিস্থিতি নিয়ে দু’দেশের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। সেই আবহে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রীর সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মুহাম্মদ জসীম উদ্দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয় ভারতীয় বিদেশসচিবের। মিস্রীর ঢাকা সফরের পর বাংলাদেশিদের জন্য ভারতে আসার ভিসার সংখ্যা বৃদ্ধি করা হবে বলে আশা প্রকাশ করেছিল সে দেশের অন্তর্বর্তী সরকার। সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মিস্রী উদ্বেগ প্রকাশও করেছেন ঢাকায় গিয়ে। তবে তার মধ্যেই চিন্ময়ের জামিনের মামলা এগিয়ে আনার জন্য চট্টগ্রামের কোর্টে আবেদন করা হয়। কিন্তু ওই আবেদন গ্রাহ্য হয়নি। এর পর ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে আজ।
সিরিয়ায় বাশার সরকারের পতন পরবর্তী পরিস্থিতি
সিরিয়ায় এখন ইজ়রায়েলের দাপট। ইতিমধ্যেই সিরিয়ার বিমান বাহিনীর বহু বিমান তারা ধ্বংস করেছে। এখন ইজ়রায়েলের লক্ষ্য ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রগুলি। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসন চাইছে যাতে কোনও ভাবেই সিরিয়ায় ক্ষমতা দখল করা দুই গোষ্ঠী ইজ়রায়েলের সীমান্ত এবং বাফার জ়োনে তাদের মাথাব্যথার কারণ না হয়। অন্য দিকে, ইজ়রায়েল, তুরষ্ককে পাল্টা হুমকি দিয়ে রেখেছেন সিরিয়ার বিদ্রোহী নেতা। আজ সিরিয়ার পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নজরে থাকবে।
বড়দিনের সপ্তাহ দুই আগে জাঁকিয়ে শীত, শৈত্যপ্রবাহও
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বড়দিনের সপ্তাহ দুয়েক আগে জাঁকিয়ে শীত পড়া শুধু নয়, শৈত্যপ্রবাহও শুরু হচ্ছে রাজ্যে। অবাধ উত্তুরে হাওয়ার দাপটে চলতি সপ্তাহের গোড়া থেকেই ধাপে ধাপে পারদপতন হচ্ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচেই থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম— পশ্চিমের এই পাঁচ জেলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে। কুয়াশা থাকবে দক্ষিণের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও।