State News

বহরমপুরে তৃণমূল ছাত্রনেতা খুন, গ্রেফতার দুই কংগ্রেস নেতা-সহ তিন

বহরমপুরে তৃণমূল ছাত্রনেতাকে খুব কাছ থেকে গুলি করে, বোমা মেরে খুন করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতের ঘটনা। মৃতের নাম আসাদুল শেখ। তিনি টিএমসিপির বহরমপুর পূর্ব ব্লকের সভাপতি ছিলেন। তাঁর বাড়ি শহরের ভাকুড়ি দক্ষিণ পাড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০১৭ ১৪:০৬
Share:

আসাদুলের শোকার্ত পরিবার। ছবি: শুভাশিস সৈয়দ।

বহরমপুরে তৃণমূল ছাত্রনেতাকে খুব কাছ থেকে গুলি করে, বোমা মেরে খুন করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতের ঘটনা। মৃতের নাম আসাদুল শেখ। তিনি টিএমসিপির বহরমপুর পূর্ব ব্লকের সভাপতি ছিলেন। তাঁর বাড়ি শহরের ভাকুড়ি দক্ষিণ পাড়ায়। আসাদুলের খুনের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে কংগ্রেস নেতা ও জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার-সহ তিন জনকে।

Advertisement

আরও পড়ুন: চূর্ণি বাঁচাতে শেষে সাড়া দিল প্রধানমন্ত্রীর দফতর

পুলিশ জানিয়েছে, ভাকুড়ি মোড়ে আসাদুলের একটি হোটেল রয়েছে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বাবলু শেখ নামে এক সঙ্গীকে মোটর সাইকেলে চাপিয়ে পাশেরই প্রফেসর পাড়ায়। সেখানে তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী থাকেন। তাঁকে খাবার দিতে গিয়েছিলেন আসাদুল। ওই বাড়িতে বসে খাওয়া-দাওয়া করে রাতেই বেরিয়ে আসেন। তখন রাত সাড়ে ৯টা। প্রত্যক্ষদর্শীরা জানান, চুঁয়াপুর এলাকায় ঢুকতেই জনা কয়েক দুষ্কৃতী আসাদুল ও বাবলুর উপর হামলা চালায়। খুব কাছ থেকে পর পর পাঁচটি গুলি করা হয় আসাদুলকে। তার পর বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। আসাদুল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বাবলু শেখকে হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

আসাদুলের খুনের ঘটনায় উত্তপ্ত বহরমপুরের রাজনীতি। এই ছাত্রনেতাকে খুনের জন্য কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব। তবে কংগ্রেস এই অভিযোগকে খারিজ করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement