TMC Worker Died

‘জনগর্জন সভা’ শেষে মৃত্যু! ব্রিগেড থেকে খানিক দূরে লুটিয়ে পড়লেন তৃণমূলের এক কর্মী

ব্রিগেডে সভা শেষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মৃতের নাম আতুয়াল মণ্ডল (৬৪)। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের রায়নার হিজলনা এলাকার শিবপুরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

রায়না শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ২০:৩২
Share:

ব্রিগেডের দৃশ্য। ছবি: পিটিআই।

‘জনগর্জন সভা’ শেষে বাস ধরতে যাওয়ার পথে হঠাৎই লুটিয়ে পড়লেন তৃণমূল কর্মী। ব্রিগেডে সভা শেষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মৃতের নাম আতুয়াল মণ্ডল (৬৪)। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের রায়নার হিজলনা এলাকার শিবপুরে।

Advertisement

বর্ধমানের স্থানীয় তৃণমূল নেতৃত্ব সূত্রে খবর, রবিবার সভাস্থল থেকে কিছুটা দূরেই মৃত্যু হয়। পূর্ব বর্ধমানের রায়না- ১ ব্লকের তৃণমূল সভাপতি বামদেব মণ্ডল বলেন, ‘‘ব্রিগেডে সভা শেষে বাস ধরতে যাচ্ছিলেন আমাদের দীর্ঘ দিনের তৃণমূল কর্মী আতুয়াল মণ্ডল। রাস্তায় অসুস্থ বোধ করায় গাছতলায় বসে পড়েছিলেন তিনি। সেখানে বসে ঠান্ডা পানীয় খান আতুয়াল। কিছু ক্ষণ পর সেখানেই লুটিয়ে পড়েন তিনি।’’ তিনি জানান, ওই তৃণমূলকর্মীকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওই তৃণমূল নেতা জানান, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কর্মীর আচমকা মৃত্যুর খবর জানানো হয়েছে। অভিষেকের অফিস থেকে মৃতের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়। মন্ত্রী স্বপন দেবনাথকে এ নিয়ে বার্তা পাঠানো হয়েছে। তৃণমূল কর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দলীয় নেতৃত্ব।

Advertisement

মৃত আতুয়াল পেশায় কৃষক। তাঁর দুই মেয়ে আছে বলে জানান ব্লক তৃণমূল নেতৃত্ব। তাঁরা জানান, আতুয়াল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ নিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘খুবই দুঃখজনক খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে গোটা বিষয়টি দেখা হচ্ছে। দল ওই পরিবারের পাশে সব সময় থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement